করুণাময় সিংহ, মালদা: প্রবল গরমে ৬ দিন ধরে বিদ্যুৎহীন মালদার (Malda) গাজোলের দেওতলা বানিয়াপাড়া এলাকা। প্রতিবাদে শনিবার ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। মালদার জেলাশাসক ও গাজোল থানার পুলিশের হস্তক্ষেপে দেড়ঘণ্টা পর ওঠে অবরোধ।


৬ দিন ধরে বিদ্যুৎহীন: মাথার ওপর গনগনে সূর্য, ঘামে জবজবে সারা শরীর। তারমধ্যেই হাতে তির-ধনুক, বাঁশ নিয়ে জাতীয় সড়ক আটকে পুরুষরা। হাতে ঝাঁটা-লাঠি নিয়ে রাজপথের ওপর ধর্নায় মহিলারাও। ভোটের আবহে এই দৃশ্য দেখে রাজনৈতিক যুদ্ধক্ষেত্র মনে হলেও, এই যুদ্ধ আসলে বিদ্যুতের দাবিতে। আর তার জেরেই শনিবার কয়েক ঘণ্টা অবরুদ্ধ রইল মালদার ৫১২ নম্বর জাতীয় সড়ক। স্থানীয়দের অভিযোগ, প্রবল গরমে ৬ দিন ধরে বিদ্যুৎহীন। মালদার গাজোলের দেওতলা বানিয়াপাড়া এলাকা। বিদ্যুৎ বিপর্যয়ের জেরে পানীয় জলও মিলছে না বলে অভিযোগ।                                                       


স্থানীয়দের দাবি, গত রবিবার, ঝড়-বৃষ্টির পর ট্রান্সফর্মার বিকল হয়ে এলাকার বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ দফতরে বারবার জানানো হলেও, প্রতিশ্রুতি ছাড়া সুরাহা মেলেনি বলে অভিযোগ।প্রশাসনের হুঁশ ফেরাতেই শনিবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ভুক্তভোগীরা। এক বিক্ষোভকারীর অভিযোগ, “৬ দিন ধরে কারেন্ট নেই, পানীয় জল পাচ্ছি না। বিদ্যুৎ দফতরে জানিয়েও লাভ না হওয়ায় অবরোধ করেছি।’’                                      

দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ থাকায় টনক নড়ে প্রশাসনের। দ্রুত ট্রান্সফর্মার মেরামত করে এলাকায় বিদ্যুৎ ফেরানোর নির্দেশ দেন মালদার জেলাশাসক।পারদ যেখানে চল্লিশ ছুঁই ছুঁই, দিনভর পাখা না চালিয়ে যেখানে থাকাই যাচ্ছে না, সেখানে ৬ দিন ধরে কারেন্ট নেই। দুর্বিসহ এই যন্ত্রণা থেকে মুক্তি মিলবে কবে? সঠিক উত্তর দিতে না পারলেও আশ্বাস মিলেছে জেলাশাসক ও গাজোল থানার তরফে। তার জেরে ঘণ্টা দেড়েক পর ওঠে অবরোধ।                                          


আরও পড়ুন: Split Ends: স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস