করুণাময় সিংহ, মালদা: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) সময় গণনা কেন্দ্রের বাইরে নর্দমায় উদ্ধার হয়েছিল ছাপ মারা ব্যালট পেপার (Ballot Paper)। ঘটনাটি ঘটেছিল হাওড়া ডোমজুড়ে (Howrah)। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার (South 24 parganas) বাসন্তী কুলতলী বাজার এলাকায় চলতি বছরের শুরুতেই এক সকালে রাস্তার ধারে পড়ে থাকতে দেখা গিয়েছিল শতাধিক ভোটার কার্ড। ঘটনা তিন, উত্তর ২৪ পরগনার (South 24 Parganas) গোপাল নগরে মাছ বিক্রেতার জালে উঠেছিল ১৮টি ভোটার কার্ড। বলার অপেক্ষা রাখে না, প্রত্যেকটি ঘটনাতেই অবাক গিয়েছিল রাজ্যবাসী। তবে এবার আরও একবার মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল রাজ্য (West Bengal)। এবার রাজ্যের জলাশয় থেকে উদ্ধার হয়েছে শতাধিক রেশন কার্ড (Ration Card) !


প্রশাসনিক গাফিলতির বিরুদ্ধে সরব এলাকাবাসী


মালদার মানিকচক পঞ্চায়েত দফতর সংলগ্ন জলাশয় থেকে উদ্ধার হয়েছে শতাধিক রেশন কার্ড। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল এলাকা জুড়ে। তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মানিকচকের বিডিও কারমবীর কেশব। রেশন কার্ড উদ্ধার হওয়ায় প্রশাসনিক গাফিলতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এলাকাবাসী। তাঁরা বলেন, সাধারণ মানুষ রেশন কার্ড পেতে বারংবার প্রশাসনের কাছে ছুটতে হয়। আর অন্যদিকে পুকুরের মধ্যে উদ্ধার হচ্ছে রেশন কার্ড। সঠিক তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসীরা।


'তদন্ত কমিটি গঠন করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে'


ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১০৫ টি ডিজিটাল রেশন কার্ড। মানিকচকের বিডিও কারমবীর কেশব বলেন, 'উদ্ধার হওয়া বেশিরভাগ রেশন কার্ডই পরিত্যক্ত। তবে কীভাবে রেশন কার্ডগুলি এই জলাশয়ে এল তা খতিয়ে দেখা হবে। একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে' বলে জানিয়েছেন তিনি।


আরও পড়ুন, সল্টলেকের অরণ্য ভবনে জ্যোতিপ্রিয়র অফিসে এবার ED-র হানা


আগেও বহুবার যত্রতত্র থেকে উদ্ধারের ঘটনা ঘটেছে


প্রসঙ্গত, রাজ্যে আগেও একাধিকবার পরিচয় পত্র থেকে শুরু করে জরুরী কার্ড যত্রতত্র থেকে উদ্ধারের ঘটনা ঘটেছে। এর মধ্যেতো ভুয়ো কার্ড উদ্ধারের ঘটনাও অজস্র রয়েছে। প্রায় প্রতিবছরই সীমান্ত এলাকায় ভুয়ো ভোটার কার্ড, সিম কার্ড উদ্ধারের ঘটনা ঘটেই চলে। তবে তা ধরা পড়লেই কেবলমাত্র প্রকাশ্যে আসে। স্বাভাবিকভাবেই বিষয়টি মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে। তবে যাতে কোনওভাবেই যেনও এই ঘটনা বারবার ফিরে না আসে তাই সর্বদাই সজাগ থাকে রাজ্য পুলিশ এবং বিএসএফ।