অভিজিৎ চৌধুরী এবং করুণাময় সিংহ, মালদা: বিশাল আকৃতির কুমির ধরা পড়ল মালদায় (Malda)। দীর্ঘ ১৫ দিন বন দফতরের প্রচেষ্টার পর অবশেষে ধরা পড়ল বিশাল আকৃতির কুমির (Crocodile)। সম্প্রতি মালদার মহানন্দা নদীতে দেখা গিয়েছিল কুমিরের আতঙ্ক। অবশেষে এদিন হবিপুর ব্লকের পুনরভবা নদী থেকে উদ্ধার করে গাজল ফরেস্ট রেঞ্জের বন দফতরের কর্মীরা (Forest Department)। কুমিরটি লম্বায় সাড়ে  ৯ ফুট এবং ওজন প্রায় ২০০ কেজি, বলে জানা গিয়েছে। আপাতত প্রাথমিক চিকিৎসার করার পর সুন্দরবনে ছেড়ে দেওয়া হবে বলে খবর। 


প্রসঙ্গত, গত মাসের মাঝামাঝি কুমিরের আতঙ্ক ছড়ায় দক্ষিণ ২৪ পরগনায়। বাড়ির পুকুরে কুমির চলে আসায় রায়দিঘিতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর দেওয়া হয় বন দফতরে। অবশেষে বন দফতরের কর্মীরা কুমিরটিকে ধরে নিয়ে যান। সেটিকে ছাড়া হয় বনি ক্যাম্পের কাছে একটি খালে। বাঘের ভয়ের পর এবার কুমিরের আতঙ্ক। বেশ কয়েক মাস আগে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি সহ বেশ কিছু এলাকায় বাঘ দেখা যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিক তার পরপরেই রায়দিঘির কাঁকনদিঘিতে গৃহস্থের বাড়ির পুকুরে চলে আসে প্রায় ৮ ফুট লম্বা কুমির। স্থানীয় বাসিন্দা অনিল দাসের বাড়ির পুকুরে সকালে কুমির দেখে চক্ষু চড়কগাছ হয় প্রতিবেশীদের। এলাকায় ছড়িয়ে পড়ে কুমিরের আতঙ্ক। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরে। চলে আসেন বন দফতরের কর্মীরাও। তারপর নানা কসরত করে জাল দিয়ে অবশেষে কুমিরটিকে বাগে আনা সম্ভব হয়। সেটিকে বন দফতরের কর্মীরা রায় দিঘির রেঞ্জ অফিসে নিয়ে যান। দক্ষিণ ২৪ পরগনার ডিএফও মৃণালকান্তি মণ্ডল বলেন, "কুমির সুস্থ রয়েছে। ওই জায়গায় বহু লোকের ভিড় হয়ে গিয়েছিল।" রেঞ্জ অফিসে কুমিরটির মেডিক্যাল পরীক্ষা করা হয়। ভোরবেলা সুন্দরবনের বনি ক্যাম্পের কাছে ঠাকুরের খালে ছাড়া হয় কুমিরটিকে। 


আরও পড়ুন, সোনা পাচারের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে !


এর আগে একুশ সালে দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও এমন একটি ঘটনা ঘটেছিল। পাথরপ্রতিমার জগদ্দল নদীতে হঠাৎই ভেসে উঠেছিল বড়সড় এক কুমির। পূর্ণবয়স্ক ওই কুমিরটিকে দেখতে নদীর  পাড়ে প্রচুর মানুষ ভিড় করেছিলেন। রাখালপুর আড্ডির বাজারের  কাছে হঠাৎই নদীতে ভেসে ওঠে  ওই কুমিরটি। দীর্ঘ সময় নদীতে ভাসতে দেখা যায় কুমিরটিকে। উল্লেখ্য, পাথরপ্রতিমায় মাঝেমধ্যেই কুমিরের আনাগোনা দেখা যায়। একুশ সালের মে মাসে ইয়াসের ঘূর্ণিঝড়ের পর কটালের দাপটে পাথরপ্রতিমার একটি গ্রামের পুকুরে কুমির চলে এসেছিল। কটালের জল ঢুকে পড়েছিল পাথরপ্রতিমা ভগবত্‍পুর কুমির প্রকল্পেও। ঘটনার দিন সকালে পাথরপ্রতিমার ব্রজবল্লভপুরে একটি পুকুর থেকে উদ্ধার হয়  ১ টি কুমির। ১২ ফুট লম্বা কুমিরটিকে উদ্ধার করেন বন দফতরের কর্মীরা। কটালের জেরে জগদ্দল নদী থেকে কুমিরটি লোকালয়ে ঢুকে পড়ে বলে  বন দফতরের আধিকারিকরা অনুমান করেছিলেন।