করুণাময় সিংহ, মালদা: মালদার (Malda) আমবাগানে মৃতদেহ উদ্ধার (Dead body Resacue)। বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে আম বাগানে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। পাশেই  পড়ে রয়েছে মোটরবাইক। এদিকে মৃতের স্ত্রী দাবি করেছেন, তার স্বামীকে কেউ ফোন করেছিল, তারপরেই তিনি বেরিয়ে যান। তবে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে আরও একবার 'খুনের' মুখোমুখী হল বাংলা ? পার্ক সার্কাসের ছায়া নয়তো মালদায় ?


পুলিশ গিয়ে কী দেখতে পেল ?


শুক্রবার সকালে মালদা জেলার কালিয়াচক থানার মোহাম্মদপুর টায়ার মোড় এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃতদেহ ইতিমধ্যেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে (Malda Medical College Hospital) ময়নাতদন্তের (Autopsy) জন্য পাঠিয়েছে পুলিশ (Police)। পরিবার স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ও যুবকের নাম দারুল ইসলাম বয়স ৩৫ বছর। পরিবারে রয়েছে স্ত্রী রোশনারা বিবি এক ছেলে ও দুই মেয়ে। দারুল ইসলাম পেশায় একজন দর্জি । পরিবার  সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে মোটরবাইক নিয়ে ঘুরতে বেড়ায়। এরপর আর সারারাত বাড়ি ফেরেনি। আজ সকালে স্থানীয়রা দেখতে পায় আম বাগানে তার রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। মৃতদেহের পাশেই পড়ে রয়েছে তার মোটরবাইক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ।


কী বলছেন মৃতের স্ত্রী ?


মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এই বিষয়ে মৃতের স্ত্রী রোশনারা বিবি জানান, 'গতকাল সন্ধ্যায় আমার স্বামী কে বা কারা ফোন করে তারপরে মোটর বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সারারাত বাড়ি ফেরে না আমার স্বামী। আজ সকালে পুলিশ মারফত খবর পায় আমার স্বামীর মৃতদেহ পড়ে রয়েছে আম বাগানে। আমার অনুমান কেউ বা কারা আমার স্বামীকে ফোন করে ডেকে খুন করেছে। আমি চাই অবিলম্বে পুলিশ দোষীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করুক।'


আরও পড়ুন, দেশে কোভিড সতর্কতা, আজই বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর, মুখ খুললেন দিগ্বিজয়


পার্ক সার্কাসেও ঠিক এইভাবেই ফোন এসেছিল !


চলতি বছরের মে মাসেই এমন ঘটনা ঘটেছিল খাস কলকাতায়। ফোন করে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের ঘটনা শুনে শিউরে উঠেছিল সারা শহর। পার্ক সার্কাস ময়দানের  মধ্যেই যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল পরিচিতদের বিরুদ্ধে। মা উড়ালপুলে ওঠার মুখে পার্ক সার্কাস ময়দানের গেটের সামনে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। পরিবারের দাবি, তপসিয়ার বাসিন্দা বছর পঁচিশের ওই যুবককে সন্ধেয় ফোন করে ডাকে কয়েকজন পরিচিত। মৃতের স্ত্রীর অভিযোগ, মনু বলে একজনের ফোনর পর বাড়ি থেকে বের হয়ে যায় তিনি। রাতে জানা যায়, গুরুতর জখম অবস্থায় ওই যুবক পার্ক সার্কাস ময়দানের মধ্যে পড়ে রয়েছেন। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে  নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।