করুণাময় সিংহ, মালদা: প্রাক্তন স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় (Baishnabghata Police Station)। ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে মহিলাকে কোপানোর অভিযোগ উঠল প্রাক্তন স্বামীর (Ex Husband) বিরুদ্ধে।
প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মহিলাকে অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাক্তন স্বামীর আক্রমণে গুরুতর জখম হন ওই মহিলা। তাঁর নাম সিমি খাতুন। বয়স ২৮ বছর। ওই মহিলার বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকার ছোট মণ্ডায় চাঁইপাড়াতে ব্যাঙ্কে টাকা জমা দিয়ে ফেরার পথে আচমকাই সিমির প্রাক্তন স্বামী জাহাঙ্গির শেখ তাঁর পথ আটকায়। তারপরেই সিমিকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে দুজনের বাদানুবাদ হয় বলে অভিযোগ।
খবর, এরপরেই ওই মহিলাকে ধারালো হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে অভিযুক্ত জাহাঙ্গির। সিমির সঙ্গে ব্যাঙ্ক থেকে টাকা জমা দিয়ে ফিরছিলেন আরও এক প্রতিবেশী মহিলা। তিনি জাহাঙ্গিরকে বাধা দিতে গেলে তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে কোপায় অভিযুক্ত। প্রতিবেশীর পায়ে কোপ লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পথচারীরা ঘটনাক্রম দেখে চিৎকার করতে শুরু করলে জমিতে কাজ করতে যাওয়া লোকজন ঘটনাস্থলে আসে এবং তা দেখেই দৌড়ে পালায় জাহাঙ্গির।
সিমি ও জাহাঙ্গিরের বিবাহ বিচ্ছেদ
পরে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আশঙ্কাজনক অবস্থায় সিমি খাতুনকে বেদরাবাদ হাসপাতালে নিয়ে আনা হয়। তারপর আহতকে রেফার করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সিমি খাতুনের পরিবার সূত্রে জানা গেছে, ১১ বছর আগে বিয়ে হয় সিমি খাতুন এবং জাহাঙ্গির শেখের। তারা একই পাড়াপ বাসিন্দা। অভিযোগ প্রায়ই নেশা করে বাড়ি ফিরত জাহাঙ্গির এবং সিমির ওপর অত্যাচার চালাত। এরফলে নিত্য অশান্তি লেগেই থাকত পরিবারে। এদিকে সিমির সন্তান না হওয়ায় কুকথাও শোনাত জাহাঙ্গিরের পরিবারের লোকজন বলে অভিযোগ।
আরও পড়ুন: Newtown : কয়লামন্ত্রীর নামে ভুয়ো মেল পাঠিয়ে ছেলের চাকরির সুপারিশ ! পুলিশের জালে ২
এই অশান্তি লেগে থাকার কারণে ছয় মাস আগে জাহাঙ্গিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় সিমির। বাবার বাড়িতে থাকতে শুরু করে সিমি। কিন্তু তারপরও জাহাঙ্গির নানাভাবে তাঁকে হয়রান করত বলেও দাবি পরিবারের। স্বাভাবিকভাবে এহেন ঘটনার ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।