করুণাময় সিংহ, মালদা : রাজ্যের বিভিন্ন প্রান্তের মতোই ডেঙ্গি-উদ্বেগ (Dengue) বেগ দিচ্ছে মালদাবাসীকেও (People of Malda)। ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে মশাবাহিত এই রোগ। গত সপ্তাহে এই জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১১০ জন। চলতি সপ্তাহে এখনও পর্যন্ত ৪০ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। এদিকে চলতি মরশুমে জেলায় মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১২১৩ জন। নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে ইংরেজবাজারের ২৫ নম্বর ওয়ার্ড রতুয়া ১ নম্বর ব্লক এবং কালিয়াচক ৩ নম্বর ব্লকে। এই পরিস্থিতিতে ডেঙ্গি মোকাবিলায় টাক্স ফোর্স (Task Force) গঠন করল মালদা জেলা প্রশাসন। শুধু তা-ই নয়, পরিস্থিতির ভয়াবহতার কথা মাথায় রেখে যতদিন না ডেঙ্গি নিয়ন্ত্রণে আসছে, ততদিন পর্যন্ত সব চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
ডেঙ্গি নিয়ন্ত্রণে অন্য পদক্ষেপও -
গতকাল থেকে ড্রোন উড়িয়ে জমা জল খোঁজার কথা জানায় মালদা জেলা প্রশাসন। স্কুল এবং নার্সিংহোমগুলি পরিদর্শন করবে টাস্ক ফোর্স। কোনও নার্সিংহোম বা হাসপাতাল ডেঙ্গি প্রোটোকল না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলাশাসক নীতিন সিংহানিয়া।
রাজ্য় জুড়ে ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতি। বাড়ছে মৃতের সংখ্যা। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্য়া। শুধু শহর কলকাতাই নয়, জেলাতেও অব্য়াহত ডেঙ্গির তাণ্ডব। জেলা প্রশাসন সূত্রে খবর, মালদায় চলতি মরশুমে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া ১ হাজার ২১৩। এই পরিস্থিতিতে টাস্ক ফোর্স গঠন করল মালদা জেলা প্রশাসন।
মালদার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি বলেন, "জল জমতে পারে, এমন সমস্ত জায়গা খুঁজে খুঁজে বের করে ব্য়বস্থা নিতে হবে। ২৯ থেকে ৫ তারিখ বিশেষভাবে ডেঙ্গি অভিযানের সপ্তাহ পালন করা হবে। এছাড়াও স্কুলগুলোকে আলাদাভাবে দেখা হচ্ছে। "
মালদার জেলাশাক নিতিন সিংহানিয়া বলেন, "নজরদারি টিম গঠন করা হয়েছে। টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। শুক্রবার থেকে বিভিন্ন নার্সিংহোম, বেসরকারি হাসপাতার, ডায়গনস্টিক সেন্টারে পরিদর্শন করা হবে। যারা প্রোটোকল মেনে চলবে না তাদের বিরুদ্ধে খুব কড়া ব্যবস্থা নেওয়া হবে।"
জলপাইগুড়িতেও ডেঙ্গি-আতঙ্ক-
অন্য়দিকে, উত্তরেও উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। চলতি মরশুমে জলপাইগুড়িতে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৪০৩ জন। পুরসভা এলাকায় ১০ জন আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে জলপাইগুড়ি জেলার সমস্ত পুরসভাকে নিয়ে জরুরি বৈঠক করল জেলা স্বাস্থ্য দফতর।