অভিজিৎ চৌধুরী, মালদা: ফের মনুয়া কাণ্ডের ছায়া মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর থানার পুরাতন রাঙায়পুর গ্রামে। প্রেমিককে (Boyfriend) সঙ্গে নিয়ে স্বামীকে (Husband) খুনের অভিযোগ উঠল স্ত্রীর (Wife) বিরুদ্ধে। ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে (Malda Medical College Hospital)।


স্বামীকে শ্বাসরোধ করে খুনে অভিযুক্ত স্ত্রী-


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আজমল হোসেন। বছর তেইশের আজমলের সঙ্গে বছর উনিশের মারিনা খাতুনের বিয়ে হয় দু মাস আগে। আজমল হোসেন পেশায় দিনমজুর ছিলেন। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে জানান হয়েছে যে, প্রতিদিনের মতো গতকাল রাতেও খাওয়া দাওয়া সেরে ঘুমতে চলে যায় আজমল ও মারিনা। পরিবারের অভিযোগ, রাতেই স্বামীকে শ্বাসরোধ করে খুন করে স্ত্রী মারিনা। স্ত্রীর এই কাজে সাহায্য করে তার প্রেমিকও। মৃত ব্যক্তির পরিবার দাবি জানাচ্ছে যে, আজমলকে গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। রাতে প্রেমিক আবু কালামকে ফোন করে ডেকে এনেছিল মারিনা খাতুন। তারপরই দুজনে মিলে খুন করে আজমলকে। মৃত ব্যক্তির গলায় দড়ির দাগও পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তাঁরা। 


আরও পড়ুন - Malda News: চারদিন আগে হওয়া দুঃসাহসিক ডাকাতির কিনারা করল পুলিশ, গ্রেফতার ৫


প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি বৃহস্পতিবার রাতে ঘটলেও, সকাল হলে জানাজানি হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানার পুরাতন রাঙায়পুর গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। এই প্রসঙ্গে. হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেউদূত গজমের জানিয়েছেন যে, মৃত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনাটির তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছএ।