মালদা: পঞ্চায়েত ভোটের মুখে আবার অস্ত্র উদ্ধার মালদায়। রতুয়ার নুরপুর ব্রিজ এলাকায় হানা দিয়ে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে মালদারই ভুতনির বাসিন্দা রূপকুমার মাহাতো নামে এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে একটি পাইপগান, একটি সেভেন এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দু'রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। কী উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র ও গুলি আনা হয়েছিল, কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তার তদন্ত চালাচ্ছেন রতুয়া থানার আধিকারিকরা। 


মালদায় বারবার অস্ত্র উদ্ধার: এর আগেও একাধিকবার মালদায় বেআইন অস্ত্র উদ্ধার হয়েছে। গতমাসে গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার গঙ্গা নদীর ঘাট এলাকায় তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় ৩টে আগ্নেয়াস্ত্র ও ২টি কার্তুজ। গ্রেফতার করা হয়েছে মেহবুব আলম নামে ঝাড়খণ্ডের বাসিন্দা এক যুবককে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিক্রির উদ্দেশেই ঝাড়খণ্ড থেকে রাজ্য়ে আনা হয়েছিল অস্ত্রগুলি। 


চলতি মাসের শুরুর দিকেও মালদায় বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। গোপন সূত্রে খবর পেয়ে রাতে মানিকচকের জোত পাট্টা গ্রামে অভিযান চালায় পুলিশ। তুফানি মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার করে ২টি মাস্কেট ও ৩ রাউন্ড গুলি। বাড়ির মালিককে গ্রেফতার করে মানিকচক থানার পুলিশ। কোথা থেকে গুলি-আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল, কী কারণে মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়। 


কাটোয়াতেও বেআইনি অস্ত্রের স্তুপ: মালদা ছাড়াও সম্প্রতি কাটোয়ায় উদ্ধার হয় বেআইনি আগ্নেয়াস্ত্র, গুলি। বেঙ্গল এসটিএফের জালে ৩ অস্ত্র কারবারি। এদের মধ্যে একজনের বাড়ি বিহারের মুঙ্গেরে। অপর ২ জন মুর্শিদাবাদের নওদা ও হরিহরপাড়ার বাসিন্দা। বেআইনি অস্ত্র কেনাবেচার খবর পেয়ে গতকাল রাতে কাটোয়া স্টেশনে হানা দেয় বেঙ্গল এসটিএফ। ৩ জনের কাছ থেকে উদ্ধার হয় ৩টি 7.65 mm পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও ৬টি ফাঁকা ম্যাগাজিন। ধৃতদের কাছ থেকে একটি ট্রেনের টিকিটও মেলে। এসটিএফ সূত্রে খবর, মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসেছিল এক অস্ত্র কারবারি। মুর্শিদাবাদ থেকে ২ জন সেই অস্ত্র কিনতে এসেছিল। এই চক্রে আর কারা জড়িত, খতিয়ে দেখা হচ্ছে।


বাঁকুড়ায় বোমা উদ্ধার: অন্যদিকে আজ বাঁকুড়ার ইনদাসে ব্যাগ ভর্তি বোমা-সহ দুটি গাড়ি আটক করে পুলিশ। দুটি গাড়িতে থাকা ৮ জনকেও আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মনোনয়নে গন্ডগোল পাকাতে ইন্দাসে গাড়িতে লুকিয়ে বোমা আনা হতে পারে, এই খবর তাদের কাছে আগেভাগেই ছিল। সেইমতো সতর্ক করা হয় সব নাকা পয়েন্টকে। পাটরাই এর দিক থেকে ইনদাস যাওয়ার পথে বাঁধেরপাড় এলাকায় দুটি গাড়ি আটকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বোমা। পুলিশ সূত্রে দাবি, ফোনে বরাত পেয়ে ইনদাসে বোমা আনা হচ্ছিল। উদ্ধার হয়েছে এক ব্যাগ সুতলি বোমা।