করুণাময় সিংহ, মালদা: হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে আসল মালিকদের হাতে ফিরিয়ে দিলেন  মালদা (Malda District)  জেলার পুখুরিয়া থানার  (Pukhuria Police Station) পুলিশ। আজ থানায় ডেকে বাইশটি মোবাইল ফোন (Mobile Phones)  এবং একটি ট্যাব প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। সাধারণ মানুষকে হয়রানি থেকে বাঁচাতে এই উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ। এমনই জানিয়েছেন  পুখুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী।                                  


সম্প্রতি মালদা জেলা পুলিশ সিদ্ধান্ত নেয়,  চুরি যাওয়া মোবাইল ফোন এবং মোটরবাইক উদ্ধার হলে আদালতের অনুমতি নিয়ে তা সরাসরি ফিরিয়ে দেওয়া হবে মালিকদের কাছে।  সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ শুরু করেছেন মালদা জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিকরা। 


এর আগে ইংরেজবাজার ও মালদা থানার পুলিশ আধিকারিকরা হারিয়ে যাওয়া মোবাইল এবং মোটরবাইক ফিরিয়ে দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। এবারে সেই উদ্যোগ গ্রহণ করলেন পুখুরিয়া থানার পুলিশ আধিকারিকরা। গত দু'মাসে ওই থানা এলাকায় হারিয়ে যাওয়া ২২ টি মোবাইল ফোন এবং একটি ট্যাব উদ্ধার করে পুখুরিয়া থানার পুলিশ। সেইসব উদ্ধার হওয়া ফোনের সঠিক মালিকের খোঁজে তদন্ত শুরু করে পুলিশ। নিশ্চিত হওয়ার পর আজ তাঁদের হাতে হারিয়ে যাওয়া সেই মোবাইল ফোন এবং ট্যাব তুলে দেওয়া হয়। পুলিশের উদ্যোগে খুশি মোবাইল ফোন ফিরে পাওয়া ব্যক্তিরা।


 কোনও সামগ্রী  চুরি হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশকে জানানো দরকার। পুলিশের পরামর্শ, মোবাইলের ক্ষেত্রে ইএমইআই নম্বর রাখা দরকার। গাড়ির ক্ষেত্রে রাখা দরকার চেসিস নম্বর। শুধুমাত্র জেনারেল ডায়েরি করার পরিবর্তে এফআইআর দায়ের করারও বিষয়ে জোর দিতে হবে।   যে জায়গা থেকে সামগ্রী ছিনতাই হয়েছে বা চুরি গিয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে হবে। 


আরও পড়ুন- Malda TMC: মালদা কালিয়াচকে দলীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূল সদস্যদের


Malda: কুড়ি লক্ষ টাকা, ব্রাউন সুগার-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ