করুণাময় সিংহ, মালদা: ইংরেজ বাজারে বে-আইনি দখল উচ্ছেদ অভিযানে নামল ইংরেজবাজার পৌরসভা। রথবাড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অনেক দিন ধরেই বন্ধ ছিল। এই সড়কে আগে যান চলাচল হলেও করোনা পরবর্তী সময়ে বে আইনিভাবে দখল হয়ে যায়। এবার সেই বে-আইনি ভাবে দখল করা এলাকা ফের সাফ করতে পুলিশকে সঙ্গে নিয়ে এদিন অভিযান চালাল ইংরেজবাজার পৌরসভা। শনিবার সকাল থেকে দখল মুক্ত করার অভিযান চালায়। করোনা পরিস্থিতি দীর্ঘদিন জাতীয় সড়কের প্রথম দুটি লেনে বন্ধ ছিল যানবাহন চলাচল। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুনরায় প্রথম দুটি লেনে গাড়ি চলাচলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রবিবার থেকে চলবে প্রতিটি লাইনে গাড়ি। তাই আজ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ৩৪নম্বর জাতীয় সড়কের প্রথম দুটি লেনের বে আইনি দখল চলল উচ্ছেদ অভিযান।
এদিকে, মালদার অন্য প্রান্তে অন্য একটি বিক্ষিপ্ত ঘটনায়, হরিশ্চন্দ্রপুরে দিনেদুপুরে মাটি কেটে পাচার করে দেওয়া হচ্ছে বিহারে। ভূমি রাজস্ব আধিকারিকদের মদতে মাটি পাচারের অভিযোগ উঠল মালদার হরিশ্চন্দ্রপুরের ২ নম্বর ব্লকের যোগীলাল ব্রিজ এলাকায়। কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চাঁচলের মহকুমা শাসক। শুরু রাজনৈতিক চাপানউতোর।
হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের এক বাসিন্দা বলছেন, ''আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আমাদের জমি থেকে মাটি নিয়ে চলে যাচ্ছে। কীভাবে চাষবাস করব আমরা? আমাদের কী হবে?'' ঘটনা প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমূল হোসেন বলেন, ''বিষয়টি নিয়ে ঠিকভাবে জানা নেই। আমরা আলোচনা করব এই নিয়ে। সত্যি সত্যিই যদি এই ধরণের ঘটনা হয়। তবে প্রশাসন থেকে যথাযত পদক্ষেপ নেওয়া হবে।'' তবে বিজেপির তরফে পালটা শাসক দলের দিকে আঙুল তুলেছে। শাসক দলের মদতেই এমনটা হচ্ছে বলে অভিযোগ তাদের।
আরো পড়ুন: পাণ্ডবেশ্বরে পথ দুর্ঘটনায় গুরুতর আহত মহিলা, বিক্ষোভ স্থানীয়দের