মালদা, করুণাময় সিংহ: মালদা দক্ষিণ দিনাজপুর ৫১২নং জাতীয় সড়ক অবরোধ কৃষকদের। মালদার গাজোল থানায় অবস্থিত কৃষাণ মান্ডির সামনে অবরোধ করছেন কৃষকেরা। এক ঘন্টার বেশি সময় ধরে অবরোধ। কৃষকদের দাবি ২৫ কুইন্ট্যাল নয়, সরকারকে প্রতি কৃষকের কাছ থেকে ৪৫ কুইন্ট্যাল করে ধান কিনতে হবে। শুধু তাই নয় ধান ক্রয় করার জন্য প্রতিদিন ৪০ জন কৃষকের নাম নথিভুক্ত করতে হবে। তা না হলে, জাতীয় সড়ক অবরোধ মুক্ত করা হবে না। দাবি মানা না হলে প্রতিদিন এই অবরোধ আন্দোলন চলবে বলে তাঁদের তরফে জানানো হয়েছে।


এর আগে ২ আদিবাসী যুবককে গ্রেফতারের প্রতিবাদে মালদার গাজোলে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিলেন সশস্ত্র আদিবাসীরা। এই ঘটনা কিছুদিন আগেকারই। অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে গাজল থানার পুলিশ। অবরোধকারীদের অভিযোগ, ওই দুই যুবককে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।


হাতে তীরধনুক, কাটারি। ধামসা-মাদলের তালে মুখে স্লোগান। পুলিশকে ঘিরে বিক্ষোভ। তর্কাতর্কি। জাতীয় সড়ক অবরোধ। ২ আদিবাসী যুবককে গ্রেফতারের প্রতিবাদে এভাবেই উত্তপ্ত হয়ে উঠেছিল মালদার গাজোলের আলমপুর। গাজোলে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন সশস্ত্র আদিবাসীরা। অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে গাজল থানার পুলিশ।


বিক্ষোভকারীদের অভিযোগ, ২০১৬ সালের আফিম চাষের পুরনো একটি মামলার সূত্রে শনিবার গ্রেফতার করা হয় দুই আদিবাসী যুবককে। বিক্ষোভকারীদের দাবি, মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে তাঁদের। আন্দোলনকারী মোসে মুর্মু বলেছিলেন, পুলিশ মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করছে। যতক্ষণ ছাড়া না হবে আন্দোলন চলবে। মালাদার আদিবাসী অধিকার মঞ্চের সভাপতি সুখলাল মুর্মু বলেন, ২০১৬ সালে আফিম চাষের মামলা, তখন কিছু হয়নি। গ্রামের দরিদ্র আদিবাসীদের গ্রেফতার করছে, মিথ্যে মামলা ফাঁসানো হচ্ছে, এরই প্রতিবাদে পথ অবরোধ হয়েছিল।


আরও পড়ুন: গলা ও মাথায় ধারাল অস্ত্রের আঘাত, স্ত্রী এসে দেখলেন স্বামীর দেহ মাটিতে লুটিয়ে