করুণাময় সিংহ, মালদা: অন্তঃসত্ত্বা মহিলার (Pregnant Lady) মৃত্যু ঘিরে উত্তেজনা। মালদার ইংলিশ বাজারের (English Bazar) বেসরকারি নার্সিংহোমে ভাঙচুর। হাসপাতাল কর্মীদের মারধরের অভিযোগ, ভাঙচুর-মারধরের অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। পুলিশ সূত্রে জানা গেছে মৃত মহিলার নাম শামিমা খাতুন। গতকাল সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়। রাতেই মৃত্যু হয় ওই মহিলার। 


উল্লেখ্য বিয়ের দিন ঠিক হয়ে যাওয়ার পর প্রেমিকাকে ধর্ষণের (Rape Allegation) অভিযোগ হবু বরের বিরুদ্ধে। কলকাতার (Kolkata) বাসিন্দা ওই তরুণী মডেলিং করেন। সোশাল মিডিয়ায়  (Social Media) তাঁর আলাপ হয়  সোনারপুরের ঘাসিয়াড়ার বাসিন্দা অভিজিত্‍ সর্দারের সঙ্গে। অভিজিত্‍ কলকাতার এক পানশালার বার ম্যানেজার। 


অভিযোগ, কয়েক মাস আগে ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ করেন অভিযুক্ত। পরে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে, তাঁকে জোর করে আটকে রাখা হয়। তারপর গর্ভপাত করানো হয় বলেও অভিযোগ।  এরপর তরুণীকে বিয়ে করতে বেঁকে বসেন অভিযুক্ত।  গতকাল তরুণী সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত যুবক পলাতক।


তরুণীর অভিযোগ, একইদিনে তিন তিনবার ধর্ষণ (Rape Allegation) করে। তারপর তিনি সন্তানধারণ করেন। সেই খবর তাঁর হবু বর ও পরিবারকে জানানোর পর আবার তাঁকে ডাকা হয় তাদের বাড়িতে। অভিযোগ, পরিবারের সকলে মিলে তাঁর উপর চাপ সৃষ্টি করে সন্তান নষ্ট করার জন্য। তরুণীর অভিযোগের তির তাঁর হবু স্বামীর মা-বাবা, বোন-ভগ্নিপতি সকলের বিরুদ্ধেই। এরপর অভিযুক্ত অভিজিতই তাঁর পেটে ঘুষি মারে বলে অভিযোগ। তরুণীর দাবি, অভিযুক্ত ও তার পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। 


আরও পড়ুন: Howrah Municipal Election : হাওড়ার প্রাক্তন মেয়র রথীনের বিরুদ্ধে চাঁচাছোলা প্রসূন, বললেন, 'যোগ্যতাই ছিল না'


আরও পড়ুন: Malda: মালদা ইংলিশ বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত কয়েকজন যাত্রী