অভিজিৎ চৌধুরী, মালদা: অচেনা নম্বর (Unknown Number) থেকে হোয়াটসঅ্যাপে ভিডিওকল (WhatsApp Video Call) রিসিভ করে ব্ল্যাকমেলিংয়ের (Blackmail) শিকার মালদার তৃণমূল নেতা। মালদার মালদা সাইবার ক্রাইম (Malda Cyber Crime) বিভাগে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 


ভিডিওকল রিসিভ করে ব্ল্যাকমেলের শিকার তৃণমূল নেতা


অচেনা নম্বর থেকে মোবাইলে হোয়াটসঅ্যাপ ভিডিওকল। আর রিসিভ করতেই ঘনিয়ে এল বিপত্তি। চক্রের ফাঁদে মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। মোটা টাকা না দিলে ভিডিও চ্যাটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দেওয়া হয়। 


কার্যত ব্ল্যাকমেলিংয়ের শিকার মালদার তৃণমূল নেতা। মালদার হরিশ্চন্দ্রপুর ২ পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা ও শিক্ষা কর্মাধ্যক্ষ মণিরুল ইসলাম বলেন, 'গত শনিবার রাতে আমার ফোনে হোয়াটসঅ্যাপে একটি অচেনা নম্বর থেকে ভিডিও কল আসে। ওই ভিডিও কল রিসিভ করার সঙ্গে সঙ্গে দেখা যায় এক মহিলার ভিডিও মোবাইল স্ক্রিনে ফুটে ওঠে। ৪ থেকে ৫ সেকেন্ডের জন্য এই ভিডিও কল স্থায়ী হয়েছিল। তারপর অন্য একটি মোবাইল নম্বর থেকে আবার হোয়াটসঅ্যাপ ভিডিও কল করা হয় এবং আমাকে হুমকি দেওয়া হয় লক্ষাধিক টাকা না দিলে এই ভিডিও আমার ছবিসহ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেওয়া হবে।'


ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানা ও মালদা সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হয়েছেন শিক্ষা কর্মাধ্যক্ষ। মালদা জেলা পুলিশ সূত্রে খবর, চলতি মাসে একইভাবে সেক্স র‍্যাকেটের শিকার হয়েছেন মালদার হরিশ্চন্দপুরের দেড়শতাধিক বাসিন্দা। মালদার পুলিশ সুপার প্রদীপকুমার যাদবের কথায়, 'এরকম ঘটনা ঘটছে। এর জন্য সচেতনতামূলক প্রচার দরকার। আমরা এলাকায় দ্রুত প্রচার শুরু করব।'


আরও পড়ুন: Malda: মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল অঙ্গনওয়াড়ি কর্মীরা, শিশুপিছু বরাদ্দ বাড়ানোর দাবিতে ডেপুটেশন জমা


এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে মালদা জেলা পুলিশ সূত্রে খবর।