অভিজিৎ চৌধুরী, মালদা: বাজার দখল করে বেআইনি নির্মাণের চেষ্টা করছেন তৃণমূল (TMC) জেলা সভাপতির ছেলে। এমন অভিযোগ ঘিরে দিনভর সরগরম রইল মালদার (Malda) রতুয়ার হাটখোলা এলাকা। ৫ ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ করা হল রাজ্য সড়ক। শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।


বেঞ্চ পেতে আটকানো হয়েছে রাস্তা। প্ল্যাকার্ড হাতে রাস্তায় অবস্থান বিক্ষোভ। মুহুর্মুহু স্লোগান। সোমবার সকালে এমনই ছবি দেখা গেল মালদার (Malda) রতুয়া-ভালুকা রাজ‍্য সড়কের মাদ্রাসা মোড় এলাকায়। 


এখানে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সীর ছেলে বাবু বক্সীর বিরুদ্ধে বাজারের সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। 


রতুয়া হাটখোলা বাজার সমিতির সদস্য সাবিনা ইয়াসমিনের কথায়, জমি নিয়ে লড়াই করে আজকে একজন মুখ্যমন্ত্রী হয়েছেন। তাঁকে আমি স্যালুট জানাই। যেখানেই থাকি না কেন, আমি উনাকে শ্রদ্ধা করি। উনি শুনবেন আমার কথা? আজকে এত এত জনের পেটে লাথি মারছে। কীসের জন্য? রহিম বক্সীর ছেলে বাবু বক্সীর কী রয়েছে এখানে রতুয়ায়?


হাটখোলা বাজার সমিতির সদস্যদের একাংশের অভিযোগ, জেলা তৃণমূল সভাপতির ছেলে সরকারি জমি দখল করে সেখানে ফ্ল্যাট ও মার্কেট কমপ্রেক্স তৈরি করতে চাইছেন। তার জন্য হাটে ব্যবসা করতে আসা ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করার চেষ্টা চলছে।  


হাটখোলা বাজার সমিতির সদস্য আলমগীর আলম চৌধুরীর কথায়, 'যদি কারোর পৈর্তৃক সম্পত্তি থাকত তাহলে নিশ্চয় বাজার বসত না। অবৈধ ভাবে রহিম বক্সির ছেলে বাবু বক্সি দখল করতে চাইছে।'


অভিযোগ সামনে আসতেই দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি  উজ্জ্বল দত্ত বলেন,  এটাই তৃণমূলের কালচার। প্রশাসনকে কাজে লাগিয়ে সরকারি জমি ও অন্যের জমি লুঠ করছে, দখল করছে। এর বিরুদ্ধে মানুষের অবরোধকে সমর্থন করছি।


ফোনে মালদার  তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী জানিয়েছেন, আমাদের জায়গা নয়। আমরা যুক্তও নই। ছেলের শ্বশুরবাড়ির জায়গা। ওরা বুঝবে। কলুষিত করার জন্য রাজনৈতিক চক্রান্ত। এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি মূল অভিযুক্ত, তৃণমূল জেলা সভাপতির ছেলে।