মালদায় আজকের আবহাওয়া (Malda Weather)


১৭ এপ্রিল মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আজ সারাদিন মূলত মেঘমুক্ত আকাশ থাকবে। এই সপ্তাহের শেষ দিক থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে। 


উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া:


সর্বনিম্ন তাপমাত্রাতেও সর্বকালীন রেকর্ডের দোরগোড়ায় কলকাতা। এপ্রিল মাসে সর্বনিম্ন তাপমাত্রায় সর্বকালীন রেকর্ড ছিল ২৯ .৭ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এপ্রিল মাসে সর্বনিম্ন তাপমাত্রার সর্বকালীন রেকর্ড ছিল ১৯৮৭ সালে। সে বছর ৫ এপ্রিল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৯. ৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২০১০-এর ২ এপ্রিল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। ১৩ বছর পর, ২০২৩ সালে কলকাতায় এপ্রিল মাসের সর্বনিম্ন তাপমাত্রা ফের রেকর্ড গড়ল। গত দুদিন পরপর দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছল ২৯ . ৬ ডিগ্রিতে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি। 


গরমে কলকাতাকে টেক্কা দিচ্ছে বহু জেলার তাপমাত্রা। রবিবার, পশ্চিম বর্ধমানের পানাগড়ের তাপমাত্রা ছুঁয়েছে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের শ্রীনিকেতনের তাপমাত্রা ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়তেই তীব্র গরমে জেলায় জেলায় শুনশান রাস্তাঘাট। গরমে জ্বলে পুড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ। রেহাই নেই দার্জিলিঙেও। ক্রমশ বাড়ছে উত্তাপ। ফ্য়ান চালাতে হচ্ছে। দুপুরে রাস্তায় দেখা মিলছে না পর্যটকদের। হাঁসফাঁস গরমে সুস্থ থাকবেন কীভাবে? কীভাবে সুস্থ রাখবেন বাড়ির খুদেদের? কী করবেন, আর কী করবেন না? পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সোমবার থেকে শনিবার পর্যন্ত স্কুল-কলেজে মুখ্যমন্ত্রীর ছুটি ঘোষণাকে স্বাগত জানিয়েছে চিকিৎসকদের একাংশ।


অন্যান্য
সূর্যোদয়- ভোর ৫.১৩
সূর্যাস্ত- বিকেল ৬.০০
চন্দ্রোদয়- বিকেল ৫.৪০
চন্দ্রাস্ত- রাত ৪.৫৬ 


আজ উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?


দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস।   
কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।  
কোচবিহার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। 
জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।  


ভৌগোলিক অবস্থান (Malda Gepgraphical Situation) :


কলকাতা (Kolkata) থেকে ৩৪৭ কিলোমিটার উত্তরে কালিন্দী (Kalindi River) ও মহানন্দা নদীর (Mahananda River) সঙ্গমস্থলে অবস্থিত ৩,৭৩৩,৬৬ বর্গ কিমি এলাকাজুড়ে মালদা জেলার (Malda District) অবস্থান। এর দক্ষিণে (South) রয়েছে মুর্শিদাবাদ (Murshidabad), উত্তরে উত্তর দিনাজপুর (North Dinajpur) এবং পূর্বে বাংলাদেশ (Bangladesh) এবং উত্তর-পূর্বে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) । পশ্চিম দিক ঝাড়খণ্ড (Jharkhand) ও বিহারের (Bihar) সঙ্গে সীমানা ভাগ করেছে মালদা। ভূমিরূপ প্রধানত সমতল হলেও কিছু জায়গায় উঁচু-নিচু রয়েছে। নদী বেষ্টিত হওয়ার কারণে এবং গঙ্গার পলি মাটির কারণে চাষের দিক থেকেও সমৃদ্ধ এই জেলা । 


আপেক্ষিক জলবায়ু: 
মালদা মূলত চরম জলবায়ুর (Extreme Climate) জেলা অর্থাৎ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাপমাত্রারও ব্যাপক পরিবর্তন ঘটে ।  গ্রীষ্মে অতি গরম এবং শীতে অতিরিক্ত ঠাণ্ডা। বর্ষায় ভারী বৃষ্টিপাত ।


তথ্য সূত্র: mausam.imd.gov.in