অভিজিৎ চৌধুরী, মালদা: বড়সড় এক ডাকাতির ছক বানচাল হল পুলিশের তৎপরতায়। মালদার চাঁচল থানার পুলিশের তৎপরতায় তা সম্ভব হয়েছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে পুলিশি অভিযান চলাকালিন চাঁচলের পাহারপুর এলাকা থেকে অস্ত্র  সমেত ছয় জনের ডাকাত দলকে গ্রেফতার করে চাঁচল থানার পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, রাতে যখন পুলিশি অভিযান চলছিল পাহারপুরে, সেই সময় কাছেই শিমুলতলায় বিলাসবহুল গাড়ি থামিয়ে একদল যুবক জড়ো হয়েছিল। সেই সময় টহল দেওয়া পুলিশের দল গিয়ে তাঁকে জিজ্ঞাসা করলেই সন্দেহ হয়। সেই সময় তাঁদের গাড়িতে তল্লাশি চালানো হয়। তখনই উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র। এরপরই পুলিশ তাদের ধরতে গেলে অনেকেই পালিয়ে যায়। কিন্তু ৬ জনকে ধরে নেয় পুলিশের দল। ওই ৬ জনকে গ্রেফতার করে নিয়ে আসা হয় থানায়। পুলিশি জেরায় অভিযুক্তরা জানিয়েছে যে, তারা চাঁচল শহরে ডাকাতি করার জন্য এসেছিল। 


চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, দুষ্কৃতীদের কাছ থেকে দুটো লোহার রড, একটি পিস্তল, দুই রাউন্ড কার্তুজ, তালা ভাঙার যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও তাদের মোবাইল ফোন ও বিলাসবহুল একটি স্করপিও উদ্ধার হয়েছে। পুলিশের তরফে এটুকু জানানো হয়েছে যে তদন্ত সাপেক্ষে ডাকাতদের নাম গোপন রাখা হয়েছে। তবে তারা প্রত‍্যেককেই চাঁচলের দেবীগঞ্জ এলাকার বাসিন্দা। শুক্রবার ধৃতদের সাতদিনের রিমান্ডের আবেদন চেয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।


উল্লেখ্য়, এর আগে গত ১১ জুন রাতে মালদার হরিশ্চন্দ্র থানা এলাকার সুলতাননগরের একটি নার্সিংহোমের মালিকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনায় কয়েক লক্ষ টাকা ও সোনা গয়না ডাকাতি হয়। ডাকাতির পর গৃহকর্তা নৈমুদ্দিন হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে, মাদক ব্যবহার করে টাকা ও গয়না হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর গোপন সূত্রে খবর পেতে সাব ইনস্পেক্টর অমর সাহার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী হানা দেয় দুষ্কৃতীদের ডেরায়। সেখান থেকেই গ্রেফতার হয় ৫জন।