করুণাময় সিংহ, মালদা: টিএমসিপি (TMCP) নেতাকে (leader) মেরে (assault) মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল কংগ্রেস (congress) কর্মীদের বিরুদ্ধে। রতুয়া (ratua) ২ নম্বর ব্লকের ঘটনা। জখম টিএমসিপি সহ-সভাপতি ও তাঁর ভাই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে (malda medical college hospital) চিকিৎসাধীন। অভিযুক্ত কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পুখুরিয়া থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।


কী ঘটেছিল?
ঘটনায় জখম তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতির নাম মাইমুর হক। অভিযোগ, কংগ্রেস কর্মী এস কে গান্নু,নিবাবুল,কাজেম এবং মন্টু গত কাল রাতে দলবল নিয়ে এসে তাঁদের বাড়িতে চড়াও হয়। তাঁদের মারধর করে। হাসুয়া দিয়ে মাইমুরের মাথা ফাটানো হয়। তাঁর ভাইকেও আঘাত করা হয়। এমনকী, টিএমসিপি নেতার মাকেও ছাড়া হয়নি বলে অভিযোগ। জখমদের পরিবারের বক্তব্য, দীর্ঘ দিন ধরে এলাকায় কংগ্রেস তেমন ভাবে  জনসমর্থন পাচ্ছিল না। তাই গত পঞ্চায়েত নির্বাচন থেকে তাদের কংগ্রেসে যোগ দিতে জোর করা হয়। কিন্তু এই প্রস্তাবে মাইমুররা রাজি হননি। গত ২৭ অগাস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এলাকা থেকে ১০০ জন যুবক তাঁর নেতৃত্বে কলকাতায় যান। অভিযোগ, এর ফলে মাইমুরের উপর কংগ্রেস কর্মীদের আক্রোশ তীব্রতর হয়। কলকাতা থেকে ফিরে আসার পরই বাড়িতে হামলা চালায় কংগ্রেস কর্মীরা, এমনই দাবি আক্রান্তদের। যদিও কংগ্রেসের বক্তব্য, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মালদা জেলা কংগ্রেসের কার্যকরী সহ-সভাপতি কালীসাধন রায়ের দাবি, দুর্নীতি থেকে কাটমানি নানা কিছুতে তৃণমূলের নাম জড়িয়ে পড়েছে। এই কাটমানির ভাগ নিয়েই দলে অন্তর্কলহ দেখা দিচ্ছেন। তার জন্য একে অন্যের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছে তৃণমূলের লোকজন, দাবি কংগ্রেসের। সঙ্গে সংযোজন, ওই এলাকা বরাবরই হাতশিবিরের শক্ত ঘাঁটি। ফলে কাউকে জোর করে তাঁদের দলে আসার জন্য চাপ দেওয়ার দাবি সম্পূর্ণ নাটক, জানাচ্ছে কংগ্রেস। ঘটনার তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ। প্রসঙ্গত, তৃণমূল শিবিরের কোনও কর্মীর উপর আক্রমণের অভিযোগ এটাই প্রথম নয়।


তৃণমূল কর্মী আক্রান্ত হওয়ার অভিযোগ অতীতেও...
গত জুনে দমদমে আক্রান্ত হন তৃণমূলের এক বুথ কর্মী। তবে সে বার মারধরের অভিযোগ ওঠে আরেক তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। টাউন তৃণমূল সভাপতি দাবি করেন, দল থেকে বহিষ্কৃত নেতার নির্দেশে হামলা চলেছে। যদিও যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই নেতা সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন। 


আরও পড়ুন:এক ধাক্কায় প্রায় ১০০, দাম কমল বাণিজ্যিক রান্নার গ্যাসের