সমীরণ পাল, ঠাকুরনগর: দীর্ঘ টানাপোড়েনের পরেও কাটছে না বড়মার ঘরের দখল নিয়ে ঠাকুর বাড়ির সদস্যদের গণ্ডগোল। কিছুদিন আগে মমতাবালা ঠাকুর (Mamata Bala Thakur) ও শান্তনু ঠাকুরের মধ্যে বড়মার ঘরের দখলদারি নিয়ে তুমুল গণ্ডগোল হয়। আর এবার বড়মা বীণাপাণি দেবীর ঘরের তালা খুলে দেওয়ার দাবিতে আমরণ অনশনে (indefinite hunger strike) বসলেন মমতাকন্যা মধুপর্ণা ঠাকুর।


সোমবার সকাল থেকে যখন বনগাঁয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার প্রস্তুতি নিয়ে ব্যস্ত সকলে। ঠিক সেই সময় ঠাকুরবাড়িতে অনশনে বসলেন মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। বীণাপাণি দেবীর ঘরের তালা খুলে দেওয়ার দাবিতেই অনশনে বসেছেন মধুপর্ণা। এপ্রসঙ্গে মধুপর্ণা বলেন, শান্তনু ঠাকুর তাঁর ক্ষমতার অপব্যবহার করে আমাদের পৈতৃক ভিটেতে তালা দিয়েছে। আমরা আমাদের ঠাকুরদা-ঠাকুমার ঘরে ঢুকতে পারছি না। মায়ের সব কিছুই ওই ঘরে রয়েছে, সেই ঘরের তালা খুলে দেওয়ার দাবিতে অনশনে বসেছি। আমরা চাই সারা ভারতবাসী এর বিচারটা করুক আমরা জবাব চাই। 


এই বিষয়ে মমতাবালা ঠাকুর জানিয়েছেন, গত মাসের ৭ তারিখে শান্তনু ঠাকুর তাঁর দলবল নিয়ে আমার ঘরে ও বড়মার ঘরে তালা ভেঙে তালা দিয়ে দিয়েছে। তাই কপিলকৃষ্ণ ঠাকুরের মেয়েরা তাঁদের ঘরে ঢুকতে পারছেন না । ঘরে ঢোকা থেকে তাঁরা বঞ্চিত হওয়ার পরে আমরণ অনশনে বসেছে।


আরও পড়ুন: Lok Sabha Poll 2024: দলীয় পতাকা খুলে ফেলার মাশুল, ২ TMC কর্মীকে হাসপাতালে পাঠাল ISF কর্মীরা..


এদিন মধুপর্ণা ঠাকুরের অনশনে বসা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শান্তনু ঠাকুর। এই বিষয়ে শান্তনু ঠাকুর বলেন, "হরিগুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে রিসেন্টলি রিক্রুটমেন্ট স্ক্যাম যেটা হয়েছে সেটা ঢাকবার জন্য এই নাটক। ওই ঘরে আমরা তালা দিইনি, ওটা মতুয়াদের ঘর মতুয়ারা ওটা আলাদা করে রেখেছে, মতুয়ারা আগামী দিনে হেরিটেজ করবে।


প্রসঙ্গত উল্লেখ্য, ঠাকুর বাড়ির দখল ও মতুয়া সংগঠনের ভার কার হাতে থাকবে তা নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে শান্তনু ঠাকুর ও তাঁর কাকীমা মমতাবালা ঠাকুরের মধ্যে। সম্প্রতি তা চরম আকার ধারণ করেছে। মধুপর্ণা ঠাকুরের আমরণ অনশন কর্মসূচী তারই উদাহরণ। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 


আরও পড়ুন: