কলকাতা: ২ দিনের দিল্লি সফর শেষে, আজ কলকাতায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতায় ফিরেই যোগ দিয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরের (Dakshineswar Temple) একটি অনুষ্ঠানে। সেখানে লাইট অ্যান্ড সাউন্ডের (Light and Sound) উদ্বোধন করেন তিনি। 


গঙ্গাপাড়ে রাণী রাসমনির প্রতিষ্টিত দক্ষিণেশ্বর মন্দির। শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দ ছাড়াও অনেক মনীষির নাম জড়িয়ে আছে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের সঙ্গে। সেই মন্দিরের ইতিহাস নিয়ে লাইট অ্যান্ড সাউন্ডের প্রদর্শনী শুরু হতে চলেছে। আলো আর ধ্বনির মাধ্যমে সাধারণ মানুষের সামনে দক্ষিণেশ্বরের ইতিহাসকে তুলে ধরার পরিকল্পনা অনেক আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী। কেএমডিএ-র উদ্যোগে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর হাত দিয়েই এই লাইট অ্যান্ড সাউন্ডের সূচনা হয়।               


এদিন অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, 'কালীঘাটে ৩০০ কোটি টাকা স্কাইওয়াক বানানো হচ্ছে দক্ষিণেশ্বরের মতোই।  বাংলা জুড়ে ধর্মের ওপর অনেক কাজ হয়েছে। দক্ষিণেশ্বরে কেএমডিএ আরও ১০ কোটি টাকা দেবে গেস্ট হাউসের কাজ শেষের জন্য।' বৃহস্পতিবার দক্ষিণেশ্বর  মন্দিরে  গিয়ে পুজো দেওয়ার পর একটি মিউজিয়াম ও এই প্রকল্পটি চালু করলেন। পাশাপাশি দক্ষিণেশ্বরের ইতিহাস ও ছবি সম্বলিত একটি বইও প্রকাশ করেন।


আরও পড়ুন, মধ্যশিক্ষা পর্ষদ সভাপতিকে বাড়ি থেকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের


পাশাপাশা পয়গম্বর বিতর্ক নিয়ে রাজ্যজুড়ে যে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়ে মমতা বলেন, ‘ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়। ধর্ম নিয়ে অশান্তি সাধারণ মানুষ করে না। অশান্ত ছড়ায় কিছু রাজনৈতিক নেতা। অশান্তি ছড়ায় কিছু লোভী নেতা। বাংলা কারও কাছে ভিক্ষা চায় না। আমি নমাজ পড়ি না, ইফতারে যাই। আমি দুর্গাপুজো, জৈন মন্দিরে গেলে তো কেউ প্রশ্ন করে না। জৈন মন্দিরের জন্য ১ কোটি টাকা দেওয়া হয়েছে’। 


কেএমডিএ-র উদ্যোগে মন্দির চত্ত্বরে উদ্বোধন হবে এক সংগ্রহশালার। এই সংগ্রহশালায় থাকবে শ্রীরামকৃষ্ণদেবের ধুতি, ভবতারিনী মায়ের খড়্গ, রানী রাসমনির শ্বেতপাথরের সিংহাসন।