মুম্বই: আইপিএল-এর ২০২২ সালের মিডিয়া স্বত্ব পাওয়ার পরই এবার নতুন মিশন নিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর নীতা অম্বানি। দেশের অন্যতম শিল্পসংস্থার মালকিন জানিয়েছেন, এবার বিশ্বের প্রতিটি অংশে ক্রিকেটপ্রেমীদের কাছে আইপিএল পৌঁছে দেবেন তিনি।
মঙ্গলবারই (২০২৩-২০২৭) সালের আইপিএল-এর টিভি ও ডিজিটাল সম্প্রচারের স্বত্ব পেয়েছে স্টার ইন্ডিয়া ও ভায়াকম-১৮ (Viacom18)। ৪৮,৩৯০ কোটি টাকায় বিক্রি হয়েছে এই ক্রিকেট দেখানোর স্বত্ব। এই চুক্তি অনুযায়ী, মোট ৪১০টি ম্যাচ দেখানোর ছাড়পত্র পেয়েছে দুই কোম্পানি। ই-অকশনের মাধ্যমে হয়েছে এই স্বত্ব বিক্রি। এই তথ্য বলছে, প্রতি ম্যাচের মূল্যায়নের ভিত্তিতে এখন বিশ্বের খেলার অনুষ্ঠানে দ্বিতীয় স্থানে রয়েছে আইপিএল।
রিপোর্ট বলছে, ২০২৩-২০২৭ সালের ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ ম্যাচের ডিজিটাল স্ট্রিম দেখানোর অনুমতি পেয়েছে ভায়াকম-১৮(Viacom18)। ভারতীয় উপমহাদেশে এই খেলা দেখানোর ডিজিটাল স্বত্ব পেয়েছে কোম্পানি। এখানেই শেষ নয়, ভারতে প্রতি মরশুমে ১৮টি খেলা দেখানোর বিশেষ প্যাকেজের ডিজিটাল স্বত্তাধিকারও এসেছে নীতা অম্বানির কোম্পানির কাছে। সারা বিশ্বের দিকে তাকালে, ৫টি আন্তর্জাতিক অঞ্চলের মধ্যে তিনটিতে খেলা দেখানোর টেলিভিশন তথা ডিজিটাল স্বত্ব পেয়েছে Viacom18। যার মধ্যে বেশিরভাগ দেশই ক্রিকেট খেলে।
ভায়াকম 18-এর একটি অফিশিয়াল বিবৃতি অনুসারে নীতা আম্বানি বলেছেন, "খেলাধুলা বিনোদন জোগায়, অনুপ্রাণিত করে আমাদের একত্রিত করে। ক্রিকেট ও আইপিএল খেলাধুলার পাশাপাশি ভারতের সেরা দিক প্রকাশ করে। তাই আমরা এই মহান খেলা ও এই দুর্দান্ত লিগের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও গভীর করতে পেরে গর্বিত। আমাদের মিশন হল আইপিএল-এর আনন্দদায়ক অভিজ্ঞতা দেশের প্রতিটি অংশে ও বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তদের কাছে পৌঁছে দেওয়া, তা তাঁরা যেখানেই থাকুক না কেন। "
প্যাকেজ A (টিভি) স্টার ইন্ডিয়াকে স্বত্ব বিক্রি করা হয়েছে 23,575 কোটি টাকায়, প্রতিটি ম্যাচের জন্য নেওয়া হয়েছে 57.5 কোটি টাকা, যেখানে প্যাকেজ B (ডিজিটাল রাইটস) ও প্যাকেজ C (প্রতি সিজন ভারতে ডিজিটাল স্পেসে নির্বাচিত 18 টি গেমের জন্য) Viacom-18-কে বিক্রি করা হয়েছে 23,758 কোটি টাকায়। এই ভায়াকম-১৮ রিলায়েন্সের মালিকানাধীন কোম্পানি, যা অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ব্রিটেনেও খেলা দেখানোর স্বত্তাধিকার লাভ করেছে।
Viacom18 স্বীকৃত ব্রডকাস্টার ও ডিজিটাল এন্টারপ্রাইজের মধ্যে নিজেদের একটি প্রধান ডিজিটাল মিডিয়া, বিনোদন ও ক্রীড়া গন্তব্যের স্থান হিসেবে গড়ে তুলতে পেরেছে। ভায়াকম 18 এর ডিজিটাল প্ল্যাটফর্মগুলি ভারতে ও বিশ্বব্যাপী ভারতীয় প্রবাসীদের মধ্যে নেতৃত্বের জন্য প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির বিশাল নেটওয়ার্ক, কৌশলগত জোট ও ক্রমবর্ধমান জনপ্রিয় বিষয়বস্তু কোম্পানিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
Viacom18 আইপিএলের এই সত্তাধিকারের ফলে ভারতের প্রতিটি অংশে দেশের সবচেয়ে বড় অ্যাথলেটিক ইভেন্ট পৌঁছে দিতে সক্ষম হবে।এটি আইপিএলকে ভারতের প্রতিটি কোণে নিয়ে যাবে। এমনকী 60 মিলিয়ন ফ্রি-ডিশ হোম, যারা বর্তমানে এই জনপ্রিয় অনুষ্ঠানটি দেখতে পান না , তাঁরাও এই অনুষ্ঠান দেখতে পাবেন।
ভায়াকম 18 প্রমাণ করেছে তারা ভবিষ্যতের ডিজিটাল চ্যানেলগুলির বিকাশ ঘটাচ্ছে। একই সঙ্গে পুরোনো ঐতিহ্যবাহী টেলিভিশন প্রোগ্রামিংকে শক্তিশালী করছে কোম্পানি। এর মাধ্যমে শত শত মিলিয়ন ভারতীয় ও বিশ্বব্যাপী অত্যাধুনিক ডিজিটাল ব্যবহারকারীর অভিজ্ঞতা পাচ্ছে উপভোক্তারা। এই উন্নত ডিজিটাল প্ল্যাটফর্মগুলির মাধ্যমে প্রতিটি গ্রাহককে প্রাসঙ্গিক বিষয়বস্তু দেওয়ার ক্ষমতা ধরে ভায়াকম-১৮। পাশাপাশি বড় ডেটা বিশ্লেষণ ও উন্নত অ্যালগরিদমের মাধ্যমে গ্রাহককে সেরা ডিজিটাল অভিজ্ঞতা দেয় এই কোম্পানি।
বর্তমানে ফুটবলে খেলা দেখানোর অধিকার অর্জনের পর ক্রিকেটে প্রথম বড় পদক্ষেপ নিচ্ছে Viacom18। এর আগে ফিফা বিশ্বকাপ, লা লিগা, সিরি এ ও লিগু 1 ছাড়াও ব্যাডমিন্টন, টেনিস ও বাস্কেটবল (এনবিএ) সম্প্রচার করেছে কোম্পানি। বর্তমানে আইপিএলের সত্তাধিকার পাওয়ার পর ভায়াকম 18 ও এর প্ল্যাটফর্মগুলিক দেশের অন্যতম প্রধান স্পোর্টস ডেসটিনেশন হয়ে উঠেছে।
Disclaimer: এই নিবন্ধটি একটি পেইড ফিচার। এবিপি অথবা এবিপি লাইভ এখানে প্রকাশিত মতামতকে সমর্থন/ সাবস্ক্রাইব করে না। উল্লিখিত অনুচ্ছেদের মতামত, ঘোষণা, ঘোষণাপত্র ইত্যাদি সম্পর্কে যেকোনও বিষয়ে আমরা কোনওভাবেই দায়ী বা দায়বদ্ধ থাকব না। সেই ক্ষেত্রে দর্শক বা পাঠককে বিচক্ষণতার পরামর্শ দেওয়া হল।