ত্রিপুরা: মেঘালয়ের পরে এবার বিধানসভা ভোটের (Assembly Elections) মুখে ২ দিনের ত্রিপুরা সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, আগামী ৬ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় (Tripura) পৌঁছবেন। সেদিন ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর। ৭ ফেব্রুয়ারি ত্রিপুরায় রোড শো-তে অংশ নেবেন তৃণমূল নেত্রী। ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬ তারিখের সফরের আগেই ত্রিপুরা বিধানসভার প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে চায় তৃণমূল নেতৃত্ব।
সূত্রের খবর, ত্রিপুরা বিধানসভা নির্বাচনে (Tripura Assembly Elections) এককভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল (TMC)। শুক্রবার সেখানকার নেতাদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ত্রিপুরায় দলের প্রার্থী তালিকা এবং ইস্তাহার নিয়ে আলোচনা হয়। এরই মধ্যে আগামী মঙ্গলবার শিলং যাচ্ছেন অভিষেক বন্দ্যোরপাধ্যায়। মেঘালয় বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করবেন তিনি।
আগামী ৬ ফেব্রুয়ারি ২ দিনের সফরে ত্রিপুরায় যাচ্ছেন তিনি। সূত্রের খবর, তিনি যাচ্ছেন ত্রিপুরা। সেদিন ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ ফেব্রুয়ারি, রোড শো-তে অংশ নেবেন তৃণমূল নেত্রী। ত্রিপুরায় নির্বাচন ঘোষণা হয়েছে। ১৬ তানুয়ারি উত্তর-পূর্বের বাঙালি অধ্যুষিত এই রাজ্যে। শনিবারই ত্রিপুরা নিয়ে বিশেষ বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামাক স্ট্রিটে। সেখানে প্রার্থী তালিকা ও ইস্তেহার প্রকাশ নিয়ে ত্রিপুরার নেতাদের সঙ্গে আলোচনা করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ঘোষণা করতে চায়। একক ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বিধানসভা ভোটের মুখে। এ দিকে, ২৪ জানুয়ারি শিলং যাচ্ছেন অভিষেক। ইস্তেহার প্রকাশ করবেন তিনি।
পরবর্তী লোকসভা নির্বাচনে এখনও বাকি বছরখানেক। তার আগে দেশের পূর্বাঞ্চলের তিন রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Election 2023 Date)। গত বুধবার তার নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফেব্রুয়ারি মাসেই তিন রাজ্যে ভোটগ্রহণ হবে। মার্চের গোড়ায় নির্বাচনের ফলপ্রকাশ। নির্বাচন যাতে সুষ্ঠ ভাবে সম্পন্ন করা যায়, তার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হবে বলে জানাল নির্বাচন কমিশন (Election Commission)।
প্রকাশিত তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট: বুধবার নির্বাচন কমিশন তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে (Three States Assembly Elections)। সেই অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি ভোটগ্রহণ ত্রিপুরায়। ২৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ মেঘালয় এবং নাগাল্যান্ডে। তিন রাজ্যেই ভোটেল ফল প্রকাশ একই দিনে, ২ মার্চ।
নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচনের আগে নতুন ২ লক্ষ ২৮ হাজার মানুষের নাম উঠেছে ভোটার তালিকায়। এর মধ্যে ৯৭ হাজার ভোটারের বয়স ৮০ বছরের বেশি। ২ হাজার ৬০০ ভোটারের বয়স ১০০-র বেশি। বুধবার সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
এই তিন রাজ্যে ভোটগ্রহণের জন্য ৩৭৬টি পোলিং বুথ থাকবে বলে জানিয়েছে কমিশন। মহিলা কর্মীরা সেগুলির পরিচালনায় থাকবেন। সব মিলিয়ে তিন রাজ্যে ভোটারের সংখ্যা ৬৮.৮ লক্ষ।
ত্রিপুরা বিধানসভা নির্বাচন: নির্বাচন কমিশন জানিয়েছে, ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় একদফায় ভোটগ্রহণ হবে। ২১ জানুয়ারি প্রকাশিত হবে তার বিজ্ঞপ্তি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ জানুয়ারি। স্ক্রুটিনি হবে ৩১ জানুয়ারি। মনোনয়ন তুলে নেওয়ার শেষ দিন ২ ফেব্রুয়ারি।