কলকাতা: নবান্নে সাংবাদিক বৈঠকে ফের কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এজেন্সিগুলিকে দিয়ে রাজ্যের উপর হস্তক্ষেপ করছে কেন্দ্র, অভিযোগ মুখ্যমন্ত্রীর।
কী বলেছেন মুখ্যমন্ত্রী:
এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'সব ব্যাপারে হস্তক্ষেপ করছে কেন্দ্র, এজেন্সি দিয়ে তুঘলকি কায়দায় সরকার চালাচ্ছে। এরকম এত নিম্নমানের কাজ হিটলার (Hitler), স্ট্যালিনও করেনি।' তাঁর আরও অভিযোগ, ‘যা চলছে, দেশটাকে বিক্রি করে দিচ্ছে, যেখানে পারছে ঘরবাড়ি ভাঙছে। আমাদের না জানিয়ে ঘর বাড়ি ভাঙছে।'
কেন্দ্রীয় এজেন্সিগুলিকে (central agency) স্বায়ত্ত্বশাসন দেওয়ার জন্য এদিন সওয়াল করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'কেন্দ্রীয় এজেন্সিগুলিকে অটোনমি দেওয়া হোক। স্বশাসিত হোক কেন্দ্রীয় এজেন্সি।' মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, 'এজেন্সির রুল থেকে দেশকে বাঁচাতে হলে এটাই একমাত্র রাস্তা। শুধু বেতন দেবে কেন্দ্র, স্বশাসন দিতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে। নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে সমস্ত কেন্দ্রীয় এজেন্সিকে।'
এবারই প্রথম নয়। এর আগেও কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন এজেন্সিকে ব্যবহারের অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী। চিটফান্ড থেকে কয়লা পাচার, ভোট পরবর্তী হিংসা থেকে এসএসসি। একাধিক মামলায় সিবিআই (CBI) তদন্ত হচ্ছে। নানা সময় তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাকে সিবিআই-ইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। তা নিয়ে বারবারই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। দিল্লিতেও এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি করেছে বাংলার শাসক দল।
বিজেপির কটাক্ষ:
রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'আদালতের নির্দেশে সিবিআই তদন্ত হচ্ছে। এখানে কেন্দ্র কী করছে? রাজ্যের জ্বলন্ত সমস্যা থেকে চোখ ঘোরাতে এসব বলছে তৃণমূল। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পর্কে যা কথা বলছে, তাতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙছে না?'
খোঁচা সিপিএমেরও:
সিপিএম নেতা শমীক লাহিড়ি, 'ওঁর তো কোনও সমস্যা নেই। উনি প্রধানমন্ত্রীর সঙ্গে বোঝাপড়া করে আসেন। চিটফান্ড কাণ্ডে এখনও চার্জশিট করতে পারছে না। কেন্দ্রীয় সংস্থাগুলিকে অটোনমি দিতে হবে এটা বামপন্থীরা বরাবর দাবি করে এসেছেন। এখানে কম কিছু হচ্ছে না। রাজ্যে পুলিশের কাজ বিরোধীদের উপর আক্রমণ করা। যে অপরাধ বিজেপি করছে, একই অপরাধ তৃণমূলও করছে।'