আশাবুল হোসেন, সুমন ঘোড়াই , কলকাতা :  সকাল থেকে  জল্পনা ছিলই। কিন্তু  নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক শেষ মধ্যাহ্নভোজের পর একবার নবান্ন থেকে বেরিয়ে যায় শাহের ( Amit Shah ) কনভয়। তাতে সকলের ধারণা হয়, বুঝি শাহের সঙ্গে মমতার বৈঠক হবে না। তবে শেষ পর্যন্ত হল।  নবান্নে অমিত শাহর সঙ্গে একান্ত বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । 



  • নবান্নের ১৪ তলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর। মধ্যাহ্নভোজের পরেই ১৪ তলায় মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে পৌঁছে যান অমিত শাহ। বৈঠকে যোগ দিতে মূল গেটে না গিয়ে নবান্নর ভিভিআইপি গেটে ঢোকে শাহর কনভয়। অমিত শাহ নামলে সেখানে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। দু'জনে তারপর হাঁটতে হাঁটতে পৌঁছন নবান্ন সভাঘরে। তারপর ২০ মিনিট কথা হয় দুজনের। 

  • পর্যবেক্ষকদের ধারণা আলোচ্য বিষয়ের মধ্যে থাকতে পারে বাংলায় এজেন্সি অতি সক্রিয়তা। ইদানীং বাংলায় অতি সক্রিয় ইডি সিবিআই। হেফাজতে অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়। ক্রমাগত এজেন্সির তৎপরতা নিয়ে কেন্দ্রকে আক্রমণও করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • কেন্দ্রর বিরুদ্ধে রাজ্যের অভিযোগ বিভিন্ন প্রকল্পে কেন্দ্র রাজ্যকে টাকা দিচ্ছে না। অর্থনৈতিক ভাবে বাংলাকে পর্যুদস্ত করছে কেন্দ্র। এই নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত চলছেই।

  • বিভিন্ন সময়ে তৃণমূল নেতাদের আক্রমণের নিশানায় থেকেছেন শাহ। এই পরিস্থিতিতে দুজনের সাক্ষাৎ রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণই মনে করছে রাজনৈতিক মহল। এক দেশ এক পুলিশ নীতি নিয়েও কথা বয়ে থাকতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।  

    পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক

  • অন্যদিকে কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের আবহে নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক সম্পন্ন হল নবান্নে। অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক ময়দানে একে অপরকে যতই কটাক্ষ করুন না কেন। শনিবাসরীয় সভা শুরু হল হাসি বিনিময়ের মাধ্যমেই। সকাল ১১ থেকে শুরু হয় বৈঠক। নির্ধারিত সময় পেরিয়ে যায়, কিন্তু বৈঠক শেষ হতেই চায় না। সুদীর্ঘ কথোপকথনের পর দুপুর দেড়টা নাগাদ শেষ হয় আলোচনা। 

    বৈঠকে কী নিয়ে আলোচনা অমিত শাহ-মমতা বন্দ্যোপাধ্যায়ের
     
    জানা গিয়েছে, মমতা ও অমিত সাক্ষাতে নজর ছিল সীমান্ত সমস্যার দিকে। জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হল, বাংলাদেশ সীমান্তে বিএসএফের কার্যকলাপ নিয়ে। এছাড়া আলোচনায় উঠে আসে সীমান্ত দিয়ে পাচার সমস্যার বিষয় টিও। বিশেষত গত কয়েক মাস ধরে সীমান্ত দিয়ে গরু পাচার নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে দোষারোপ, পাল্টা দোষারোপের পালা চলছিলই।এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়ে থাকতে পারে বলে পর্যবেক্ষকদের ধারণা।