West Bengal News Live Blog: বাঙালি আবেগকে হাতিয়ার করে মিছিল মমতা-অভিষেকের, রোহিঙ্গামুক্ত ভোটার তালিকার দাবিতে মিছিল শুভেন্দুর

West Bengal News Live Blog Update: একনজরে দেখুন সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর।

ABP Ananda Last Updated: 17 Jul 2025 12:51 AM

প্রেক্ষাপট

কলকাতা:  কখনও দিল্লি, কখনও ওড়িশা, বাংলা ভাষায় কথা বলার শাস্তি! কোথাও বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে, তো কোথাও সটান বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে! কেউ আবার হেনস্থার শিকার হয়ে ফিরে...More

Infiltration Controversy: 'তুমি টাকা দাও আমি ভোটার করে দেব', বিস্ফোরক অভিযোগ কাকদ্বীপে; নাম জড়াল তৃণমূলের

মোটা টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসা লোকেদের হাতে পৌঁছে যাচ্ছে ভোটার কার্ড ! বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে রাজ্য রাজনীতি যখন উত্তপ্ত, তখন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে সামনে এসেছে এমনই বিস্ফোরক অভিযোগ ! আর সেই অভিযোগে জড়িয়েছে তৃণমূলের নাম। যদিও, তৃণমূল নেতারা সেই অভিযোগ খারিজের চেষ্টা করেছেন।


বাংলাদেশি ? ভারতের নাগরিকত্ব চাই ? কুছ পরোয়া নেহি ! ফেলো কড়ি, পাও ভোটার কার্ড ! ব্যাপারটা যেন এতটাই জলভাত। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে সামনে আসছে এমনই বিস্ফোরক অভিযোগ। আরও মারাত্মক বিষয় হল, সেই অভিযোগে জড়িয়েছে তৃণমূলের নাম। কাকদ্বীপের ভোটার তালিকায় নাম থাকা সুজন সরকার বাংলাদেশ থেকে এসেছেন। তাঁর সরাসরি অভিযোগ, তৃণমূল নেতাকে ১০ হাজার টাকা দিয়ে নাম তুলিয়েছেন ভোটার তালিকায়। তিনি বলেন, "ওই ১০ হাজার টাকার মতো দিতে হয়েছে। টাকাটা পার্টির লোককে দিয়েছি। তৃণমূলের লোককে দিয়েছি।"