কলকাতা : রাজ্যে এসেছেন অমিত শাহ (Amit Shah)। আজ নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দেবেন। সেই বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। বৈঠকে থাকবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ও ওড়িশার দুই মন্ত্রী।
একনজরে সূচি-
ই এম বাইপাসের পাশে একটি হোটেলে ওঠেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে রাত্রিবাস করেন তিনি। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে হোটেল চত্বর। বেলা সাড়ে ১০টা নাগাদ হোটেল থেকে রওনা হওয়ার কথা তাঁর। ১১টা নাগাদ তিনি নবান্নে পৌঁছবেন। ১১টা থেকে ৩টে পর্যন্ত সেখানে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক রয়েছে। সেই বৈঠকের পাশাপাশি, এরাজ্যের বিষয়েও কিছু কথাবার্তা হতে পারে তাঁদের মধ্যে। কেন্দ্রের প্রকল্প নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় কি না সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।
দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এক দেশ, এক পুলিশ, এই ভাবনায় নতুন বিল আনতে চলেছে কেন্দ্র। তা নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, রাজ্যের তরফে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে কোনও প্রশ্ন তোলা হয় কিনা, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পড়েছে। সাম্প্রতিককালে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী যতটা ইতিবাচক, অমিত শা-কে নিয়ে তিনি ততটাই আক্রমণাত্মক। এই আবহে অমিত শা-মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক নামে প্রশাসনিক হলেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
বৈঠক শেষে কলকাতা বিমানবন্দর হয়ে শিলং চলে যাওয়ার কথা। তবে, সূচিতে কিছু পরিবর্তন হতে পারে। সূত্রের খবর, নবান্নে বৈঠকের আগে কালীঘাট মন্দিরে যেতে পারেন। কারণ, কলকাতা এলে তিনি সাধারণত কালীঘাট মন্দিরে পুজো দিয়ে থাকেন।
গতকাল বিজেপির রাজ্য দফতর মুরলীধর সেন লেনে দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। বৈঠকে দিলীপ ঘোষ. শুভেন্দু অধিকারী ছাড়াও ছিলেন, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্য স্তরের ১৪ জন নেতা। ঠিক এমন একটা পরিস্থতিতে অমিত শাহ রাজ্য বিজেপির দফতরে এসে বৈঠক করলেন, যখন পঞ্চায়েত ভোটের আগে, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর সম্পর্কের শীতলতা নিয়ে, রাজ্য় রাজনীতিতে জল্পনা চলছে। তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিংয়ের অভিযোগে সরব হচ্ছে বাম-কংগ্রেস। এদিনের বৈঠকে, রাজ্যের আইন-শৃঙ্খলার সমস্যা, দুর্নীতির বিষয়ে অমিত শাহর কাছে অভিযোগ করেন রাজ্য বিজেপির নেতারা। এর পাশাপাশি, পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। সূত্রের দাবি, কথা হয় লোকসভা ভোট নিয়েও। রাজ্য বিজেপির নেতাদের ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিয়েছেন অমিত শাহ।