উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, কলকাতা: কলকাতাজুড়ে এবার নতুন হোর্ডিং, যাতে রামকৃষ্ণ পরমহংসের ছবির সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে গিয়ে ফের ধর্মের প্রসঙ্গ উঠে এল শুভেন্দু অধিকারীর মুখে। এই হোর্ডিংকে বিজেপির হিন্দুত্ব কার্ডের পাল্টা কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল।


রামকৃষ্ণের ছবির সঙ্গে মমতার ছবি ! 


বঙ্গ রাজনীতিতে এখন যেন রাজনীতি কম,ধর্মের আনাগোনা বেশি। একদিকে বিজেপি নিজেদের সনাতনী ধর্মের রক্ষাকর্তা হিসেবে তুলে ধরে, তৃণমূল সরকারের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তুলছে, তখন তৃণমূলও নিজেদের হিন্দুদরদী প্রমাণ করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। এই আবহে এবার সামনে এল নতুন হোডিং।যেখানে রামকৃষ্ণ পরমহংসের ছবির সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও।


' আমরা সবাই ভাই ভাই'


পাশাপাশি কোনওটায় লেখা, 'বাংলার মানুষ এক হও'। আবার কোনওটায় লেখা 'হিন্দু, মুসলিম, শিখ, ঈশাই, আমরা সবাই ভাই ভাই'। কলকাতাজুড়ে এই পোস্টার পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের নামে। যে সংগঠনের মেন্টর পদে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, মমতাই আসল সনাতনী, কারণ সনাতন ধর্মের মূল হচ্ছে মানব প্রেম।


 রামকৃষ্ণের ছবি সামনে রেখে প্রচারে নামল তৃণমূল? 


মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলা ,রামনবমীতে এক কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক, রাজ্যজুড়ে হিন্দুত্বের বার্তা দিয়ে দেওয়াল লিখন । আসন্ন বিধানসভা ভোটের বৈতরণী পেরোতে বিজেপির তুরুপের তাস হিন্দুত্ব কার্ড। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তার পাল্টা কৌশল হিসেবেই কি এবার রামকৃষ্ণের ছবি সামনে রেখে প্রচারে নামল তৃণমূল? বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, রামকৃষ্ণের চটিতে জল দেওয়ার ক্ষমতা নেই। সনাতনীরা চটে যাবে।এর আগে তৃণমূল নেত্রীকে কখনও চৈতন্য দেব, কখনও সারদা দেবী। আবার কখনও ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা টেনে বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা।


'সারদা মায়ের মৃত্যুর পরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে, সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে..'


শিক্ষামন্ত্রী  ব্রাত্য় বসু বলেন, চৈতন্যর যদি কোনও সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বিধায়ক নির্মল মাজি বলেন, পরিসংখ্যানগত সমৃদ্ধির হিসেব নিয়ে দেখা যাচ্ছে সংখ্যাতত্ত্বে যে, সারদা মায়ের মৃত্যুর পরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে, সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনিই মা সারদা।


ধর্ম-জাতপাত নিয়ে তেতে আছে বঙ্গ রাজনীতি


কিন্তু প্রশ্ন হল, রামকৃষ্ণ, শ্রী চৈতন্যের মতো মনীষীরা বরাবরই বাংলা ও বাঙালির আবেগ, সংস্কৃতির অঙ্গ হিসেবে থেকেছেন। সেখানে তাঁদেরকেও কেন রাজনীতির ময়দানে নামানো হচ্ছে? রাজনৈতিক বিশ্লেষক  শুভময় মৈত্র বলেন, রামকৃষ্ণের ছবি দেওয়ার বিরোধিতা করে বলবেন। সব মিলিয়ে বিধানসভা ভোটের এক বছর আগে থেকেই ধর্ম-জাতপাত নিয়ে তেতে আছে বঙ্গ রাজনীতি।