কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবং বিচারের দাবিতে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির কারণে রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা হোঁচট খেয়েছে বলে দাবি করেছে রাজ্য সরকার। ওই বিষয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টেও সওয়াল করেছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। এবার ওই মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা রাজ্যের।


অর্থ সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় X হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, 'জুনিয়র ডাক্তারদের দীর্ঘ কর্মবিরতির জন্য স্বাস্থ্য পরিষেবায় সমস্যা তৈরি হয়েছে, সেই কারণে ২৯ জনের জীবন আমরা হারিয়েছি। মৃতদের পরিবারের পাশে থাকার জন্য  রাজ্য সরকার মৃতদের পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে অর্থসাহায্য করবে।'


 






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: 'বিচার মেলার পরে উৎসব', এবার পুজোর অনুদান ফেরাল আড়িয়াদহের ক্লাব