কলকাতা: আন্দোলনের চতুর্থ দিন। স্বাস্থ্য ভবনের সামনে চলছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। আজ বৃষ্টি হয়েছে শহরজুড়ে, সেই বৃষ্টি মাথায় নিয়েই ধর্না চালাচ্ছেন আন্দোলনকারী ডাক্তাররা। পরপর ৩ দিন বৈঠক ভেস্তে গিয়েছে, তবুও রফাসূত্র মেলেনি। এখনও নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারী ডাক্তাররা। বৈঠকে লাইভ স্ট্রিমিং-য়ের দাবি আন্দোলনকারীদের, কিন্তু সেই দাবি মানেনি রাজ্য প্রশাসন। বৈঠকে সরাসরি সম্প্রচারে আপত্তি জানিয়েছে নবান্ন। ফলে এখনও খোলেনি জট, তার মধ্য়েই বৃষ্টিতে হাতে-হাতে ত্রিপল ধরে ধর্না চালাচ্ছেন আন্দোলনকারীরা। প্রবল বৃষ্টির মধ্যে ত্রিপলের তলায় দাঁড়িয়েছেন আন্দোলনকারী চিকিৎসক এবং সমর্থনকারীরা। হাতে হাতে ত্রিপল ধরে বৃষ্টির মধ্যেই প্রতিবাদ চালাচ্ছেন। কিন্তু কেউ জায়গা ছেড়ে যাচ্ছেন না। 


গতকাল নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ার পরে আরও বেড়েছে আন্দোলনের ঝাঁঝ। রাতভর গানে, স্লোগানে মুখরিত ছিল স্বাস্থ্য ভবন সংলগ্ন এলাকা। প্রতিবাদী স্লোগানের সঙ্গে আন্দোলনকারীদের মুখে শোনা যায় ছোটদের বিভিন্ন ছড়া, কবিতাও। সেই সব ছড়া থেকেই নতুন স্লোগান তৈরি করেছেন তাঁরা। আন্দোলকারীদের সঙ্গে যোগ দেন সঙ্গীত শিল্পী লগ্নজিতাও। গতকাল রাতের পরে আজ সকালেও আন্দোলনকারীদের সমর্থনে এসেছেন প্রচুর সাধারণ মানুষ। চা, বিস্কুট ও নানান ধরনের খাবার সঙ্গে নিয়ে এসেছেন তাঁরা। 


এক আন্দোলনকারী বললেন, 'আমরা সদর্থক আলোচনাই চাইছি। আমরা চাই রোগী পরিষেবায় ফিরে যেতে। আমরা যে শিক্ষাটা পাই রোগীদের পরিষেবা করে। নিজেরা পরিষেবা দিয়ে শিখতে পারি। সেই শিক্ষা থেকেও বঞ্চিত হচ্ছি। আমরা যে আলোচনার জায়গায় যাওয়ার চেষ্টা করছিলাম, প্রশাসন মানতে রাজি হচ্ছে না। লাইভ স্ট্রিমিং করা না হলে স্বচ্ছতা থাকবে না। স্ট্রিমিং না হলে সবাই কী করে বুঝবে আমরা কী আলোচনা করছি।' আরও এক আন্দোলনকারী বলেন, 'লাইভ স্ট্রিমিং সবজায়গায় হচ্ছে। আমরা যে ৫ দফা দাবি রেখেছিলাম। সেটার সঙ্গে এই মামলার যোগ আছে। সেই কারণেই এই দাবি রাখা হয়েছে। সেটার জন্য মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন, যা আলোচনা করবেন সেটা যাতে সবাই জানতে পারে সেটার জন্য়ই আমরা চেয়েছি।' আজ কি জট খুলবে? অপেক্ষায় গোটা রাজ্য়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: 'বিচার মেলার পরে উৎসব', এবার পুজোর অনুদান ফেরাল আড়িয়াদহের ক্লাব