দিঘা : বাংলাদেশে অশান্তির মধ্যেই দিঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডে ইসকন। বাংলাদেশে ইসকনের উপর লাগাতার হামলার মধ্যেই বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর। পুরীর মন্দিরের আদলে দিঘায় ২৫০ কোটি টাকা খরচে জগন্নাথ মন্দির তৈরি শেষের পথে। আগামী ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিনই দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের ঘোষণা। এই পরিস্থিতিতে মন্দিরের ট্রাস্টি বোর্ডে ইসকনের সঙ্গে ৪ জন সনাতনী প্রতিনিধি থাকবেন বলে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘায় জগন্নাথ মন্দির পরিদর্শনের পরে এই ঘোষণা মুখ্যমন্ত্রীর।
তিনি বলেন, "আমরা একটি ট্রাস্টি তৈরি করেছি। চিফ সেক্রেটারির নেতৃত্বে। তাতে জেলাশাসক, এসপি, সনাতন ধর্মের সভাধিপতি, ISKCON-এর যে পশ্চিমবঙ্গে চার্জে থাকা রাধারমণ বাবু (রাধারমণ দাস), এখানকার মন্দিরে যিনি পুজো করতেন জগন্নাথ দেবের এখানকার লোকাল,তাঁকেও রাখা হয়েছে। ঠিক হয়েছে, ওঁরা ৪ জন দেবেন লোকাল, সনাতন ধর্মের লোকেরাও কিছু ডালার দোকান করবেন। প্লাস আরও হবে। পুরীতে যেমন খাজা পাওয়া যায়, এখানে বাংলার যে বিশিষ্টতা ক্ষীরের গজা, ভুজিয়া, কালীঘাটের প্যারা ...এইসব বিক্রি হবে। পুজো দেওয়ার জন্য অনেকগুলো ঘর তৈরি করে দেওয়া হবে। সেটা ট্রাস্টি বোর্ড দেখে নেবে। জেলাশাসকের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। এসপি, ডিজি, সিএস সবাই আছেন। হিডকোর সবাই আছেন। যারা এটা তৈরি করেছে। ট্রাস্টি বোর্ডে এরা সকলেই মেম্বার থাকছে। আমরা আশা করি, আর তিন মাসের মধ্যে এটা সম্পূর্ণ হয়ে যাবে।"
মুখ্যমন্ত্রী আরও জানান, মার্বেলের মূর্তি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। জগন্নাথ, বলরাম ও শুভদ্রা। নিমকাঠের মূর্তি তৈরি হচ্ছে। এছাড়াও মা লক্ষ্মী, আর একপাশে রাধা-কৃষ্ণ। বাদবাকি এখানে স্বর্গ দ্বার থেকে শুরু করে সব আছে। জায়গার সদ্ব্যবহার হয়েছে। অনেকগুলো বিল্ডিং আছে। এমনকী পুরীতে যে ধ্বজা তোলা হয়, সেই ধ্বজা তোলার ব্যবস্থাও এখানে রাখা হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন এর উদ্বোধন হবে। পুরোহিতরা, যাঁরা ধর্মপ্রাণ মানুষ, তাঁরা মিলে এটা ঠিক করেছেন। এবারে প্রথম রথযাত্রা হবে।
যদিও এই ইস্যুতে এদিন সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "আমি একজন জগন্নাথ দেবের ভক্ত হিসাবে পরিষ্কার বলতে চাই, চার ধামের এক ধাম পুরী ধাম। পুরী ধামকে নকল করবেন না। এই অধিকার কোনও হিন্দু আপনাকে দেয়নি। কেদার ধাম, বদ্রি ধামের নকল হয় না। শঙ্করাচার্যের বিকল্প হয় না। আপনি অভিনন্দনকে শুভনন্দন করতে পারেন, কিন্তু পুরী ধামের বদল আপনি করতে পারেন না। আপনার সহস হয় কোথা থেকে ?"
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে