শিলিগুড়ি : বিশ্বজয়ী রিচা ঘোষকে সম্বর্ধনা জানিয়েছে CAB। সোনার মেয়ের হাতে সোনার ব্যাট-বল তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে রাজ্য পুলিশের DSP পদে নিয়োগপত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী, দেওয়া হয়েছে 'বঙ্গভূষণ' সম্মান। রিচার গলায় সোনার হার পরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার রিচার নামে ক্রিকেট স্টেডিয়াম গড়ার ঘোষণা করলেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আপনাদের সকলকে অভিনন্দন-কৃতজ্ঞতা জানাই রিচার জন্য। রিচার এত ভাল পারফরম্যান্সের জন্য। মাত্র ২২ বছর বয়স। বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে । এখানে গৌতম দেব...শিলিগুড়ির মাটির মেয়ে বলে, পুরো এখানকার সমস্ত নাগরিক মিলে তাকে সংবর্ধনা দিয়েছে। বাড়ি পর্যন্ত পৌঁছেও দিয়েছে। আমরাও দিয়েছি। সিএবি আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। সিএবি-র পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরাও দিয়েছি। কিন্তু, ওর উদ্দেশে আমি এখানে একটা ক্রিকেট স্টেডিয়াম করতে চাই। এখানে চাঁদমণিবাগান আছে...প্রায় ২৭ একর জমি আছে। ওটা মেয়রকে বলব, এটা ক্রিকেট স্টেডিয়াম করার জন্য। এই ক্রিকেট স্টেডিয়ামটা...রিচা ক্রিকেট স্টেডিয়াম করে দেওয়া হোক। যাতে মানুষ ওর পারফরম্যান্স মনে রাখবে। ভবিষ্যতেও অনেকে এর জন্য অনুপ্রাণিত হবে।"

Continues below advertisement

শুক্রবার ঘেরে ফেরার সময় ভেসেছিলেন, আবেগ, উচ্ছ্বাস, ভালবাসায়। শনিবার সম্বর্ধিত হন CAB-তে। পান অসংখ্য পুরস্কার। সেই সঙ্গে জানা যায় অনেক অজানা কথা। মহেন্দ্র সিংহ ধোনির মতো ছক্কা হাঁকাতে ভালবাসেন। সাজঘরে সতীর্থদের অনেকেই তাই ‘ছোট মাহি’ বলে ডাকেন। বিশ্বজয়ী ক্রিকেটারের কথায়, "কঠিন পরিস্থিতিতে খেলতেই ভালবাসি। দলকে জেতাতে ভালবাসি। যে পদক পেয়েছেন, তা বাড়িতে তাঁর ট্রফি ক্যাবিনেটে একেবারে সামনে রাখা থাকবে।" প্রাক্তন ভারত অধিনায়ক শোনান জেলা থেকে রিচাকে তুলে আনার গল্প।

ঝুলন গোস্বামী বলেন, "২০১৩ সালে সিএবি-কে বলেছিলাম, জেলা থেকে প্রতিভা তুলে আনতে চাই। সেই বছর শুরু হয়েছিল ট্যালেন্ট হান্ট। সেখানেই রিচাকে প্রথম দেখি। আমার দেখা সেরা প্রতিভা।" শনিবার সম্বর্ধনার দিন দুপুরে বাঘাযতীনের বাড়ি থেকে বেরিয়ে রিচা যান লালবাজারে। সেখান থেকে সোজা CAB। CAB-র সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। CAB-র তরফে রিচার হাতে তুলে দেওয়া হয় সোনার ব্যাট ও বল, চেক। রিচাকে ভারতের অধিনায়ক হিসাবে দেখার ইচ্ছে প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ও সৌরভ - দু'জনেই। রাজ্য সরকারের পক্ষ থেকে শিলিগুড়ির মেয়েকে দেওয়া হয় ‘বঙ্গভূষণ’ সম্মান। মুখ্যমন্ত্রী রিচার গলায় পরিয়ে দেন সোনার হার। পাশাপাশি, ওইদিন থেকে রিচা রাজ্য পুলিশের DSP। তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।

Continues below advertisement