কলকাতা :আজ কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী ( PM Modi ) । বিজেপির (BJP ) দাবি, আমন্ত্রণ থাকা সত্ত্বেও গঙ্গার তলা দিয়ে মেট্রোরুটের সূচনার সরকারি অনুষ্ঠানে থাকছেন না তিনি। ঠিক যে সময়ে এসপ্ল্যানেডে মেট্রোর উদ্বোধনের কাজে ব্যস্ত প্রধানমন্ত্রী, ঠিক তখনই ফেসবুক থেকে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । 


 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের ৭৫০ টাকা করে বেতন বৃদ্ধি করা হচ্ছে। বুধবার ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগামী এপ্রিল মাস থেকে এই বেতন বৃদ্ধি হবে। তিনি লেখেন, 'বাংলার মানুষের সুখ-দুঃখের খেয়াল রাখা, তাঁদের হিতার্থে দিবারাত্রি কাজ করে যাওয়ার জন্য - আমি এবং আমার জনদরদি মা-মাটি-মানুষের সরকার সদা সচেষ্ট। আজ থেকে আমাদের গর্ব, সমাজের দিশা - আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হল। আমি আমৃত্যু এইভাবেই আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা ভালো থাকলেই, আমার ভালো থাকা। জয় হিন্দ! জয় বাংলা!'


আগের দিনই জনস্বার্থে বড় ঘোষণা করার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সময়ও নির্দিষ্ট করে দেন বেলা ১০ টা। নির্দিষ্ট সময়েই মমতা বন্দ্যোপাধ্যায় জানান এই সুখবর। লোকসভা ভোটের আগে আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের জন্য এল ভাল খবর। 


২০২৪ সালের রাজ্য বাজেট দেখে অনেকেই বলেছিলেন লোকসভা ভোটের আগে কল্পতরু হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্য বাজেটের দোষ ত্রুটি গুলি তুলে ধরে সরব হয় বিরোধী দল বিজেপি। বাজেটের পরই  কারা কী পেলেন না তার খতিয়ান তুলে ধরে বিজেপি। শুভেন্দু অধিকারী সেদিন উল্লেখ করেছিলেন, এবারের রাজ্য সরকারের পেশ করা বাজেটে চাকরি ক্ষেত্রে শূন্যপদপূরণের কোনও পরিকল্পনা নেই । এছাড়া  কৃষকদের জন্যও বাজেটে বড় কোনও ঘোষণা ছিল না। ঠিক তেমনই বাজেটে কোনও ঘোষণা ছিল না আশাকর্মী, পঞ্চায়েতে কর আদায়কারী সহ আংশিক সময়ের  কর্মীদের জন্য। 


কয়েকদিন আগেই মাসিক ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন আশাকর্মীরা। ঠিক দেশব্যাপী পালস পোলিও কর্মসূচির আগেই। তার জেরে পোলিয়ো টিকাকরণ কীভাবে হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়। এ ছাড়াও জেলায় জেলায় দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন আশাকর্মীরা। সেই সঙ্গে তাঁরা হুঁশিয়ারিও দেয়,  ভাতা না বাড়ালে, আশ্বাস না পেলে কর্মবিরতি চলবে। তারপরই মমতার এই ঘোষণা ।