কলকাতা: মেসি উন্মাদনায় যুবভারতীতে চরম বিশৃঙ্খলা। নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়লেন মেসি। দর্শক আসন থেকে ছোড়া হল জলের বোতল। প্রিয় তারকাকে ভালভাবে দেখতে না পেয়ে ক্ষোভের বিস্ফোরণ। টিকিট কেটেও ভাল করে দেখতে না পাওয়ার অভিযোগ। এই ঘটনায় মেসির কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী।
মমতা এক্স পোস্টে লেখেন, 'সল্টলেক স্টেডিয়ামে অব্যবস্থা দেখে আমি গভীরভাবে মর্মাহত। হাজারো ক্রীড়াপ্রেমীদের সঙ্গে আমি স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির কাছে ক্ষমাপ্রার্থী। ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করছি। কমিটির মাথায় থাকবেন প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়। কমিটিতে থাকবেন মুখ্যসচিব ও অতিরিক্ত মুখ্যসচিব। এই কমিটি গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করবে। যারা এই ঘটনার জন্য দায়ী তাদের চিহ্নিত করা হবে। এই ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তার পথও খুঁজবে কমিটি'।
এদিন কী ঘটেছে?
ফুটবলের যুবরাজকে দেখার জন্য হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিল দর্শকরা। কিন্তু প্রিয় তারকাকে ভালভাবে দেখতে না পেয়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটে এদিন। টিকিট কেটেও ভাল করে দেখতে না পাওয়ার অভিযোগ ওঠে এদিন। মেসি মাঠ ছাড়তেই মাঠের ভিতর উড়ে আসে অসংখ্য জলের বোতল। 'জায়ান্ট স্ক্রিনেই যদি মেসিকে দেখতে হয়, তাহলে এত টাকা খরচ করে এসেছি কেন?'স্টেডিয়ামের বাইরে বেরিয়ে ক্ষোভপ্রকাশ দর্শকদের। মন্ত্রী-আয়োজকরাই ছবি তুলছেন, দর্শকরা কী দেখবে? প্রতিক্রিয়া দর্শকদের। অভিযোগে দাবি, 'আমরা কয়েক হাজার টাকা দিয়ে টিকিট কেটেছি মেসিকে একবার দেখব বলে, কিন্তু আয়োজক-মন্ত্রীরা মৌমাছির মতো ঘিরে ছিল। স্ক্রিনে দেখব বলে তো আসিনি। আয়োজক-প্রশাসনের জন্যই এটা হয়েছে।'
পরিস্থিতি এতটাই উত্তেজিত হয়ে যায় গ্যালারি থেকে মাঠে নেমে পড়লেন ক্ষুব্ধ দর্শকরা। মাঠের দখল নিয়ে নেয় উত্তেজিত জনতা। মাইকের স্ট্যান্ড নিয়ে অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর চলে। মেসির জন্য নির্দিষ্ট সামিয়ানা উপড়ে ফেলল উত্তেজিত জনতা। শুধু তাই নয় ভিআইপি সোফায় আগুনও ধরিয়ে দেয় তারা।