কলকাতা: জীবন ও স্বাস্থ্য বিমা থেকে GST প্রত্যাহারের দাবি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, এই জিএসসি মানুষের জীবনে বিরূপ প্রভাব ফেলছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে GST প্রত্যাহার না করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। 


 





GST প্রত্যাহারের দাবি:
চিকিৎসা বিমায় কেন ১৮ শতাংশ হারে জিএসটি? প্রশ্ন তুলে সংসদে সরব হল তৃণমূল। অবিলম্বে প্রত্যাহার করুক কেন্দ্র, না হলে প্রতিবাদের হুঁশিয়ারি দিয়ে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, "কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি মানুষের স্বাস্থ্যের প্রয়োজনীয়তার ভিত্তিতে জীবন বিমা এবং স্বাস্থ্য বিমা প্রিমিয়াম থেকে GST প্রত্যাহার করা হোক। এই জিএসটি সাধারণ মানুষের জন্য খারাপ। কারণ, এই জিএসটি সাধারণ মানুষের মৌলিক প্রয়োজনকে বিরূপভাবে প্রভাবিত করছে। কেন্দ্রীয় সরকার জনবিরোধী জিএসটি প্রত্যাহার না করলে আমরা রাজপথে নামতে বাধ্য হব।''


বিজেপি-র অভিভাবক সংস্থা RSS-এর সদর দফতর যে নাগপুরে, সেখানকার জীবন বিমা কর্মী ইউনিয়নের তরফে সংশ্লিষ্ট বিষয়ে স্মারকলিপি দেওয়া হয়েছিল। জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামকে পণ্য ও পরিষেবা করের বাইরে রাখতে অনুরোধ করেছেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপি-র অন্যতম বর্ষীয়ান নেতা, মোদির সরকারের মন্ত্রী নিতিন গড়কড়ী অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠি দিয়ে সাধারণ মানুষকে রেহাই দিতে অনুরোধ করলেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, "ইউনিয়নের মতে, জীবনের ঝুঁকির কথা জেনে মানুষ বিমা করান, যাতে পরিবারের জন্য কিছু রেখে যেতে পারেন।  সেই বিমার প্রিমিয়ামের উপর কর নেওয়া উচিত নয়। স্বাস্থ্যবিমার উপরও ১৮ শতাংশ কর চাপানোর ফলে বিমার বাজারেও প্রভাবে পড়েছে। স্বাস্থ্যবিমা সামাজিক ভাবেই অত্যন্ত জরুরি। তাই GST প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Dengue Case: ঊর্ধ্বমুখী আক্রান্তের সংখ্যা, বর্ষার শুরুতে ডেঙ্গির প্রকোপ কালনায়