কলকাতা: হেমতাবাদের পর এবার মিলন মেলা, ফের প্রশ্নে মুখ্যমন্ত্রীর সুরক্ষা। মিলন মেলায় মুখ্যমন্ত্রীর সুরক্ষা বলয় ভেঙে মঞ্চে ওঠার চেষ্টা। মুখ্যমন্ত্রী বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ মঞ্চের সিঁড়ির কাছে পৌঁছে যায় এক যুবক। ব্যারিকেড টপকে মঞ্চে ওঠার সিঁড়ি কাছে যেতেই রক্ষীদের হাতে পাকড়াও হয় সে। সুরক্ষা বেষ্টনী এড়িয়ে কীভাবে মঞ্চের কাছে? বিরক্তি প্রকাশ মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। 


ক্ষুদ্র শিল্প নিয়ে মিলন মেলা প্রাঙ্গণে সভা চলাকালীন শোরগোল। অভিযুক্ত কমল মাজি দঃ ২৪ পরগনার মিনাখাঁর বাসিন্দা। বাবা অসুস্থ, চাকরির জন্য মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছনোর চেষ্টার দাবি। কীভাবে সভা প্রাঙ্গণে ঢোকার জন্য কার্ড পেল অভিযুক্ত যুবক? যদিও জিজ্ঞাসাবাদের পর অবশ্য ছেড়ে দেওয়া হয় ওই যুবককে। উল্লেখ্য, ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারিতেও এমনই একটি ঘটনা ঘটেছিল। হেমতাবাদে মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন মঞ্চে উঠে পড়েছিলেন এক তরুণী।


মূলত ,ক্ষুদ্র শিল্প নিয়ে মিলন মেলা প্রাঙ্গণে এদিন উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এদিনের অনুষ্ঠানে অংশ নেওয়া প্রসঙ্গে, ফেসবুক পোস্টে মমতা লিখেছেন, 'সর্বপ্রথম মিজোরামের মর্মন্তুদ ঘটনায় প্রয়াত সকলের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।'এদিকে আজই চাঁদে চন্দ্রযান ৩-এর সফল অবতরণ হয়েছে। সোশ্যাল পোস্টে, এর পাশাপাশি সে কথাও উল্লেখ করেছেন।


মুখ্যমন্ত্রী এদিন ফেসবুক পোস্টে বলেন,' চাঁদের মাটিতে পা রাখল ভারত। মহাকাশের ইতিহাসে নাম লেখাল ভারত। এই মাহেন্দ্রক্ষণে ইসরোর বিজ্ঞানী, কর্মকর্তা এবং এই বিরাট কর্মযজ্ঞের সঙ্গে জড়িত সকল মানুষকে, আমার আন্তরিক শুভকামনা।চাঁদের দেশে ভারত।মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস ভারতের।'এই সাফল্য দেশের মুকুটে নতুন পালক জুড়লো। যা পৃথিবীর ইতিহাসের স্বর্ণ পাতায় উজ্জ্বল অক্ষরে রচিত থাকবে', বলেন মমতা।


আরও পড়ুন, 'নিজেদের উন্নত বলে দাবি করা দেশগুলিও পারেনি..', মন্তব্য শুভেন্দুর


প্রসঙ্গতই, আজ মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস গড়ল  ভারত। চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের সফল অবতরণ হয়েছে। চাঁদের দক্ষিণ মেরু সন্নিহিত দুর্গম স্থান জয় ভারতের। নির্দিষ্ট সময়েই চাঁদের বুকে নামল ল্যান্ডার 'বিক্রম'। সন্ধে ৬.০৪: চাঁদের বুকে ভারতের সেফ ল্যান্ডিং। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের অগম্য স্থানে ভারত। ভারতের হাতের মুঠোয় চাঁদ। সূর্য থেকে শক্তি সঞ্চয় করে চাঁদের মাটিতে নামবে রোভার 'প্রজ্ঞান'। এখন চাঁদের মাটিতে শক্তি সঞ্চয় করছে 'বিক্রম'। কিছুক্ষণের মধ্যেই ল্যান্ডার 'বিক্রম' থেকে নামবে রোভার 'প্রজ্ঞান'।