কলকাতা: রাজ্যপালের ভূমিকা নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। স্ট্যালিন ট্যুইটারে লিখেছেন, তাঁকে ফোন করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। অবিজেপি শাসিত রাজ্যের রাজ্যপালদের বিরুদ্ধে যেভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠছে, তা নিয়েও দু’জনের মধ্যে কথা হয়েছে বলে জানিয়েছেন স্ট্যালিন। 


এই নিয়ে মমতা দিল্লিতে বিরোধী মুখ্যমন্ত্রীদের একটি বৈঠক ডাকার পরামর্শও দিয়েছেন বলে, ট্যুইটারে লিখেছেন স্ট্যালিন। এর আগে বিধানসভার অধিবেশন স্থগিত করা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সমালোচনায়, ট্যুইট করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "প্রিয় দিদি মমতা অ-বিজেপি শাসিত রাজ্যগুলির গভর্নরদের সাংবিধানিক লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আমাকে ফোনও করেছিলেন।বিরোধী মুখ্যমন্ত্রীদের বৈঠকের জন্য পরামর্শ দিয়েছেন। তাঁর পাশে রয়েছে ডিএমকে। খুব শীঘ্রই দিল্লিতে বিরোধী মুখ্যমন্ত্রীদের সম্মেলন হবে।" 


 






পাশাপাশি, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বলেছিলেন যে তিনি এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন। হায়দরাবাদের প্রগতি ভবনে সংবাদমাধ্যমে কে চন্দ্রশেখর রাও বলেন তিনি সম্প্রতি উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে মহারাষ্ট্রে যেতে পারেন। বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিরোধী ফ্রন্ট গঠনের বিষয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এমন আশ্বাসও দিয়েছেন। 


তিনি এও বলেন, "বোন মমতা আমায় ফোন করেছিলেন। ফোনে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। সে আমাকে বাংলায় আমন্ত্রণ জানিয়েছে নয়তো তিনি হায়দরাবাদে আসতে পারেন। বললেন আমাকে ধোসা খাওয়াবেন কিন্তু। আমি তাঁকে স্বাগত জানিয়েছি। যে কোন দিন উনি আসতে পারেন। উদ্ধব ঠাকরেও অপেক্ষা করছেন।" বিজেপি দেশ ধ্বংস করছে এমনই অভিযোগ করেছেন এই নেতা। 


প্রসঙ্গত, বিজেপির বিরুদ্ধে 'আঞ্চলিক জোটের' ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আমি চাই ২০২৪ এর মধ্যে দেশের সমস্ত আঞ্চলিক দল ঐক্যবদ্ধ হোক, লড়াই করুক এবং বিজেপিকে পরাজিত করুক।"