কলকাতা: এবছর থেকে প্রথম প্রবর্তিত হল পশ্চিমবঙ্গ (West Bengal) বাংলা আকাদেমি (Bangla Academy) নামাঙ্কিত বিশেষ পুরস্কার (Award)। সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সঙ্গে নিরলসভাবে কাজ করার পরেও, যাঁরা নিরন্তর সাহিত্য (literature) সাধনা করে চলেছেন তাঁদের এই পুরস্কার অর্পণ করা হবে। আর প্রথম বছরে, বাংলার শ্রেষ্ঠ সাহিত্যিকদের মতামত নিয়ে এই বিশেষ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার মুখ্যমন্ত্রী (Chief Minister of West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) 'কবিতাবিতান' কাব্যগ্রন্থকে স্মরণে রেখে, তাঁর হাতে তুলে দেওয়া হল।
বাংলা আকাদেমি পুরস্কার পেলেন মুখ্যমন্ত্রী
আজ, অর্থাৎ সোমবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে 'কবি প্রণাম' (Kobipronam) অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্যাথিড্রাল রোডে। সেখানে মঞ্চে দাঁড়িয়ে এই বিশেষ পুরস্কারের কথা ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ও বাংলা আকাদেমির চেয়ারম্যান ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি বলেন, 'সমস্ত শ্রেষ্ঠ সাহিত্যিক জানিয়েছেন, এই পুরস্কার প্রথম বছরে মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর কবিতাবিতান কাব্যগ্রন্থকে স্মরণে রেখে, বাংলা সাহিত্য চর্চায় তাঁর নিরলস সাধনা ও সার্বিক সাহিত্য কীর্তির জন্যে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির এই বিশেষ পুরস্কার অর্পণ করা হবে।'
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তবে এই পুরস্কার তিনি নিজে হাতে নেননি। বরং সেই পুরস্কার বাংলা আকাডেমির চেয়ারম্যান ব্রাত্য বসু গ্রহণ করেন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন মঞ্চে উপস্থিত তথ্য ও সংস্কৃতি দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)।
অনুষ্ঠানে মমতার 'নোবেল কটাক্ষ'
নোবেল উদ্ধার করতে পারেনি সিবিআই। কবিগুরুর জন্মদিনে সেই প্রসঙ্গ তুলে সিবিআইকে খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী বলেন, 'রবীন্দ্রনাথের নোবেল এখনও উদ্ধার হয়নি, এখনও দুঃখ হয়। বাম আমলের ঘটনা, সিবিআই মামলা সম্ভবত ক্লোজ করে দিয়েছে।' ওই চুরির ঘটনায় আদৌও সমস্ত তথ্যপ্রমাণ রয়েছে কিনা তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।