আশাবুল হোসেন, রুমা পাল ও সমীরণ পাল, মালদা : পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে সাগরদিঘির উপনির্বাচনে (Sagardidhi By Election) জোরাল ধাক্কা খেয়েছে তৃণমূল। মালদার কর্মসূচি থেকে সেই সাগরদিঘি নিয়ে সরব হয়েছে মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। তিনি বলেন, সাগরদিঘিতে কে টাকা দিয়েছে আমি জানি। যদিও, এই অভিযোগ উড়িয়ে, পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। 


তৃণমূল সুপ্রিমোর কড়া আক্রমণ, 'টাকা দিয়ে লোক কেনা সাগরদিঘির কেস আমি জানি কে দিয়েছে টাকা। একটা পার্টি জুটেছে হায়দরাবাদের। বলছে বিজেপি খুব ভাল। কারণ টাকাটা তো খুব ভালো। গ্যাস দিতে দিতে গ্যাস বেলুন ফুস হয়ে যাবে।' যা নিয়ে পাল্টা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, 'সাগরদিঘির ভোট দিদির চুল খাড়া করে দিয়েছে। তাই এখন ফের সংখ্য়ালঘুদের বিভ্রান্ত করতে শুরু করেছেন'।


কর্মসূচি মালদায়। কিন্তু, সেখানেও বারবার মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এল মুর্শিদাবাদ। আরও নির্দিষ্ট করে বললে, মুর্শিদাবাদের সাগরদিঘি। পঞ্চায়েত ভোটের আগে, যেখানকার উপনির্বাচনে, জোরাল ধাক্কা খেয়েছে তৃণমূল (TMC)। একুশের বিধানসভা ভোটে সাগরদিঘিতে ৫০ হাজারের বেশি মার্জিনে (৫০,২০৬) জিতেছিল তৃণমূল। কিন্তু এবারের উপনির্বাচনে সেখানেই তৃণমূলকে ২৩ হাজার ভোটে হারান বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। প


র্যবেক্ষকদের মতে, এই ফলাফল আরও তাৎপর্যপূর্ণ কারণ, এই সাগরদিঘিতে প্রায় ৬৮ শতাংশই সংখ্যালঘু ভোটার। এরমধ্য়ে তৃণমূল পেয়েছে ৩৫% ভোট। আর জয়ী কংগ্রেস প্রার্থী প্রার্থী পেয়েছেন ৪৭ শতাংশেরও বেশি ভোট। ২০১১ থেকে সংখ্য়ালঘু ভোটব্য়াঙ্কে কার্যত তৃণমূলের একাধিপত্য় ছিল। কিন্তু, মুর্শিদাবাদের সাগরদিঘির ফল দেখে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, সংখ্য়ালঘুরা কি তাহলে তৃণমূলের থেকে মুখ ফেরাচ্ছে ? সংখ্য়ালঘু সমীকরণ নিয়ে জল্পনার আবহে, মালদা থেকে ফের এনআরসি-অস্ত্রে শান দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী বলেছেন, 'আধার কার্ড না করলে তুমি বিদেশি। আবার চিঠি এসেছে স্বরাষ্ট্রমন্ত্রকের। কিছু সীমান্ত এলাকার নাম দিয়েছে। একটু যদি এদিক ওদিক হয় কার্ডে। এখনও এই কার্ড ওই কার্ড কার্ডের মালা হবে। একটু এদিক ওদিক হলে বলছে বিদেশি। অত সোজা নয়। আমি করতে দেব না। আমার তৃণমূল কংগ্রেস সরকার কখনও করতে হবে না। নির্বাচন আসলে ভোট টানতে জাতিদাঙ্গা। ক্যা ক্যা ভোভা হয়ে যাবে'


আরও পড়ুন- ‘অনশন, আন্দোলন, আঘাত...আমি আসলে জীবন্ত লাশ’, সংগ্রামের কথা তুলে ধরলেন মমতা


কয়েকমাস গেলেই পঞ্চায়েত ভোট। আর বছর ঘুরলে লোকসভা ভোট। তার আগে রাজনৈতিক সমীকরণ ঘিরে জল্পনার পারদ চড়ছেই। 


আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস