বিজেন্দ্র সিংহ, নয়া দিল্লি : আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার গ্রেফতার হন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির পর দেশজুড়ে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি সরব হয়েছে। শুক্রবার এবিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।


মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখলেন, জনগণের দ্বারা নির্বাচিত দিল্লির বর্তমান নির্বাচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের তীব্র নিন্দা করছেন। তিনি অরবিন্দের স্ত্রী সুনিতা কেজরিওয়ালের সঙ্গে কথা বলেছেন, তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 'বিরোধী মুখ্যমন্ত্রীদের টার্গেট করে গ্রেফতার করা হচ্ছে। আজ নির্বাচন কমিশনে প্রতিবাদ জানাতে যাচ্ছেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। তৃণমূলের তরফে যাচ্ছেন ডেরেক ও নাদিমুল হক'। বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ, নির্বাচিত বিরোধী মুখ্যমন্ত্রীদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করা হচ্ছে । আর বিজেপির সঙ্গে হাত মেলালে সিবিআই/ইডি তদন্তে অভিযুক্তদেরও অসদাচরণ চালিয়ে যেতে দেওয়া হচ্ছে। এটা গণতন্ত্রের ওপর নির্মম আঘাত। শুক্রবার ইন্ডিয়া জোট ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করবে । 


এদিকে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি ঘিরে ভোটের মুখে উত্তাপ ছড়িয়েছে দিল্লিতে। দিল্লির বিভিন্ন জায়গায় আম আদমি পার্টি বিক্ষোভ দেখিয়ে চলেছে।  পুলিশের সঙ্গে আপ নেতা-কর্মীদের তুমুল ধস্তাধস্তি চলছে কাল রাত থেকেই।  দিল্লির মন্ত্রী অতিশীর সঙ্গেও একচোট বচসা-ধস্তাধস্তি হয়েছে পুলিশের। শুক্রবার রাউস অ্যাভিনিউ কোর্টে কেজরিওয়ালকে পেশ করে ইডি। 


সূত্রের খবর, কেজরিওয়ালকে যাতে ১০ দিনের জন্য হেফাজতে পাওয়া যায়, তার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লির মুখ্যমন্ত্রীকে ১০০ কোটি টাকার ঘুষের বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, দিল্লিতে ইডি-র সদর দফতরে লকআপেই রাত কাটিয়েছেন কেজরিওয়াল। রাতে তাঁকে কোনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। দুপুর দুটো নাগাদ রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হবে কেজরিওয়ালকে। 


আরও পড়ুন : 


Arjun Singh Exclusive : বিজেপি-তৃণমূল বাপের বাড়ি-শ্বশুরবাড়ি? অর্জুনের ফুল-বদলের রহস্য জানত বিজেপি? এক্সক্লুসিভ অর্জুন সিংহ