কলকাতা : অমিতাভ বচ্চনকে (Amitabh Bachhan) ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের অনুষ্ঠানের মঞ্চ থেকে যে দাবি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোরে বক্তব্য শুরু করেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যদিও অফিশিয়ালি নয়। কিন্তু বাংলা থেকে এ আওয়াজ আমরা তুলব ভারতরত্ন অমিতাভ বচ্চন জি। আমি মনে করি তাঁকে ভারতরত্ন দেওয়া উচিত। এরকম আইকন আর পাবেন না।'


মুখ্যমন্ত্রীর যে প্রস্তাব শোনার পরই কপালে হাত তুলে অভিবাদন গ্রহণের ভঙ্গিতে ধন্যবাদ জানান বিগ বি। তাঁর পাশে বসা জয়া বচ্চনেরও কার্যত একইরকম অভিব্যক্তি দেখা যায়। ভারতরত্ন দেওয়ার দাবি জানানোর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'দীর্ঘদিন ধরে সিনেমা জগতে অমিতাভ জি-র অবদান অনস্বীকার্য। মানুষ হিসেবেও তিনি বড় মাপের। আমাদের ডাকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival) উদ্বোধনে আসার জন্য তাঁকে ধন্যবাদ জানাতে চাই।' ভারতীয় সিনেমার বিবর্তন ও বিশ্বে তাঁর প্রভাব সম্পর্কে অমিতাভ বচ্চনের বক্তব্য নিয়ে ধন্যবাদও জ্ঞাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।


প্রসঙ্গত, কলকাতায় তাঁর প্রথম চাকরি। জয়া বচ্চনের প্রথম সিনেমা নিয়ে আবেগ ঝড়ে পরার পাশাপাশি কলকাতা ও বাংলার সংস্কৃতি, কৃষ্টি নিয়েও। করোনাকালে আর্থ-সামাজিক ধাক্কা থেকে চলচ্চিত্র জগতেও প্রবল আঘাতের প্রসঙ্গও উঠে আসে অমিতাভ বচ্চনের কথায়। তবে মহামারি যে শেষ কথা নয়, প্রবল প্রত্যয় ও সাহস দিয়ে তাঁর বিরুদ্ধে লড়াই করা যায়, সেটা সিনেমাজগৎ সামনে থেকে দাঁড়িয়ে দেখিয়েছে বলেই মনে করেন বিগ বি। 


স্প্যানিশ ফ্লু, প্রথম বিশ্বযুদ্ধের জোড়া বাধা পেরিয়েই ভারতে প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র এসেছিল বলেও মনে করিয়ে দেন অমিতাভ বচ্চন। কার্যত একই সুরে শাহরুখও বলেন, 'পৃথিবী যা খুশি করে নিক, আমি, আপনি আর সমস্ত ইতিবাচক মানুষেরা এই মুহূ্র্তে বেঁচে রয়েছেন। এর চেয়ে বড় সত্যি আর কিছু হয় না।' 


আরও পড়ুন- 'তিন বছর আসতে পারিনি কষ্ট হয়েছে, ভালবেসে আবার ডাকার জন্য ধন্যবাদ' আবেগপ্রবণ অমিতাভ


সকলের উপস্থিতিতেই বাংলার সিনেমা জগতের জগৎ-ছোঁয়ার প্রত্যাশা উঠে আসে মুখ্যমন্ত্রীর গলায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যয়ী কণ্ঠে জানালেন, 'বাংলার সঙ্গে বলিউড থেকে হলিউডকে সংযোগ করার এক অনন্য মঞ্চ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সবাইকে এই মঞ্চে এসে উদ্বোধনের জন্য অনেক ধন্যবাদ। ভরসা রাখি বাংলা একদিন হলিউড দখল করবে, বলিউড দখল করবে।'