আশাবুল হোসেন, আলিপুরদুয়ার: আজ, রবিবার আলিপুরদুয়ার (Alipurduar) প্যারেড গ্রাউন্ড ময়দানে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। তার আগে শনিবার আলিপুরদুয়ারে রাস্তায় নেমে জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ঘুরে দেখলে সরকারি ভবন, তার অবস্থা নিয়ে ক্ষোভও প্রকাশ করলেন তিনি। 


শনিবার আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল পুরনো মেজাজে। রাস্তায় নেমে হেঁটে হেঁটে ঘুরে দেখলেন সবকিছু। কখনও পথচলতি সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন। কখনও শিশুর সঙ্গে খুনসুটিতে মাতলেন, হাত বুলিয়ে দিলেন মাথায়। তাঁকে দেখে রাস্তায় পাশে ভিড় করেছিলেন উৎসাহী তরুণ-তরুণী। কথা বললেন তাঁদের সঙ্গে। কখনও হাতও মেলাতে দেখা গেল উৎসাহী তরুণীর সঙ্গে। শনিবার আলিপুরদুয়ারে একেবারে চেনা মেজাজে জনসংযোগ সারতে দেখা গেল তাঁকে। 


শনিবার বিকেল চারটে নাগাদ, আলিপুরদুয়ার সার্কিট হাউস থেকে বেরোন মমতা বন্দ্যোপাধ্যায়। বক্সা ফিডার রোড হয়ে কোর্ট মোড় এবং সেখান থেকে ডুয়ার্স কন্যা হয়ে আলিপুরদুয়ার ইউনিভার্সিটি লাগোয়া রাস্তা দিয়ে প্রায় দু'কিলোমিটার পথ হাঁটেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছ থেকে দেখার জন্য রাস্তার দু'পাশে ভিড় জমে যায়।


শনিবার শহর ঘুরে দেখার মধ্যেই আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়াম (Alipurduar Indoor Stadium) ও জেলা বন দফতরের বিল্ডিংয়ের অবস্থা নিয়ে মৃদু ক্ষোভপ্রকাশ করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে বলতে শোনা যায়, 'এই অবস্থা কেন? আর এগুলো সব ভাঙা ভাঙা করে রাখা। তোমরা এতগুলো বিল্ডিং করেছ, সেগুলো মাঝে মাঝে রং হবে না, নোংরা হয়ে যাচ্ছে তো। পাঁচিল ভাঙা ভাঙা পড়ে আছে। এত লোক দেখতে আসে, একটু মাথায় রাখতে হবে।'


পাশাপাশি, সময়ের মধ্যে সব কাজ শেষ করার জন্য জেলাশাসককে নির্দেশ দেন মমতা। তাঁকে বলতে শোনা যায়, 'তোমরা যারা দূরে দূরে থাক, তোমাদের যখন আমি বলে যাই, সঙ্গে সঙ্গে তো কাজটা করা উচিত। এত টাইম কেন লাগছে? তাড়াতাড়ি করুন। কবে বলে গেছি! দু'বছর আগে বলে গিয়েছি। প্লিজ টেক কেয়ার।'


ইউনিভার্সিটি লাগোয়া রাস্তায় খানাখন্দ থাকায় সেটা দ্রুত মেরামতির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এদিনের সরকারি অনুষ্ঠানের কথা বলে শনিবার তিনি বলেন, 'আলিপুরদুয়ার নতুন জেলা। যে রাস্তাটা আমি দেখলাম ইউনিভার্সিটির সামনে এই রাস্তাটা আমি ডিএম-কে বলেছি টু টেক কেয়ার। কারণ এখানে স্টুডেন্টরা আছে, বহু লোক আসে।'


রবিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ময়দানে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে। চা শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দেওয়ার পাশাপাশি একাধিক প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। 


সামনেই লোকসভা ভোট। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আলিপুরদুয়ার জেলা সফরকে অনেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। কারণ, ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই লোকসভা আসনে জয়ী হয়েছে বিজেপি। ২১-এর বিধানসভা তৃণমূল ফের ক্ষমতায় এলেও, এই জেলার পাঁচটি বিধানসভা আসনেই জয়ী হয় বিজেপি। ২০২৪-এ বিজেপির শক্তঘাটি এই আলিপুরদুয়ারে কি খাতা খুলতে পারবে তৃণমূল? 
সেটাই দেখার!


আরও পড়ুন: গ্যাস-অম্বল? চোঁয়া ঢেকুর? সকালে খালি পেটে এটা খেলেই মুক্তি