কলকাতা: ৭২ হাজারের বেশি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। বর্ধমানে সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস এবং পরিষেবা প্রদান অনুষ্ঠানে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে জেলার জন্য আরও একাধিক প্রকল্পের কথা জানান। 

এদিন বর্ধমানের প্রশাসনিক সভায় একগুচ্ছ প্রকল্পের কথা বলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোাপাধ্যায় বলেন, "৫ হাজার ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে। ২৫০০-এর বেশি মানুষকে বাংলার বাড়ি প্রকল্পে সাহায্য। প্রবল বৃষ্টিপাত, DVC, পাঞ্চেত, মাইথনের ছাড়া জলে বিভিন্ন জেলা ভাসছে। মেমারি, গুসকরার বিভিন্ন স্কুলে সায়েন্স ল্যাব, লাইব্রেরি তৈরি হয়েছে। পূর্ব বর্ধমান জেলার ৫৪ টি স্কুলে স্মার্ট ক্লাসরুম হয়েছে। ১৫ টি আদিবাসী কমিউনিটি সেন্টার তৈরি করা হয়েছে। বর্ধমানের বিভিন্ন জায়গায় ৪৯ টি বাসস্ট্যান্ড তৈরি হয়েছে। কৃষি ও শিল্পকে মেলাতে চেয়েছিলাম। কৃষি সেতু আছে, শিল্প সেতুও তৈরি হচ্ছে ৩৪৭ কোটি ১১ লক্ষ টাকায়। রানিগঞ্জ, আসানসোলে পৌরনিগমের প্রশাসনিক ভবন নির্মাণ। কাঁকসা, সালানপুরে রাস্তা নির্মাণের জন্য প্রায় ৯ কোটি টাকা দেওয়া হয়েছে। তিনটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি হচ্ছে। দুর্গাপুরে কমিউনিটি সেন্টার তৈরি করা হচ্ছে। বহু রাস্তা নির্মাণ ও স্বাস্থ্য প্রকল্পের কাজে শিলান্যাস হয়েছে।'' 

দমদমে নরেন্দ্র মোদির সভার চারদিন পর, বর্ধমানের সভা থেকে সুর চড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। একটা সময়ে, বিজেপির সভা মানেই ছিল মুহুর্মুহু 'জয় শ্রীরাম' ধ্বনি! কিন্তু, সম্প্রতি এরাজ্য়ে সেই ধারায় একটা বদল এসেছে। দুর্গাপুরের সভায় নরেন্দ্র মোদির মুখে 'জয় শ্রীরামের' বদলে শোনা গেছিল - 'জয় মা কালী' ও 'জয় মা দুর্গা'। এনিয়েও মঙ্গলবার আক্রমণ শানিয়েছেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, "আগে বলত, মমতাজি তো দুর্গাপুজো করতে দেন না। এখন দেখছে কোনও লাভ নেই। এখন আবার বলছে, জয় মা দুর্গা। বাপরে! কী জোরে বলছে, আমাদের থেকেও জোরে বলছে! কারণ, ভোট আসছে, ভোটপাখি।'' সামনের বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে গত চার মাসেই তিনবার রাজ্য়ে এসেছেন নরেন্দ্র মোদি। যা নিয়ে এদিন কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "এই যে আপনি বারবার আসছেন ভোটের আগে, ঠিক পরিযায়ী পাখির মতো। ভোট আসলেই আপনারা রোজ আসেন, আমি চাই ৩৬৫ দিনই আসুন।বাংলা মায়ের সম্মানে আঘাত করলে, আমার গায়ে আঘাত লাগে। আমাকে আপনারা যা ইচ্ছে গালি দিন, আমার বিরুদ্ধে অপপ্রচার করুন, কুৎসা করুন, চক্রান্ত করুন, আমি লড়ে নেব, আমার বুকের পাটা আছে, জেনে রাখুন। এটা আমার মাটির শক্তি, এটা আমার মায়ের শক্তি। কিন্তু মনে রাখবেন আমাকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না।''