কলকাতা : রামনবমীর ( Ramnavmi ) মিছিল ঘিরে পাছে কোনও অশান্তি বাঁধে, তাই আগে থেকেই বারবার সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। ২৯ ও ৩০ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjeee ) ধর্নামঞ্চ থেকে বলেন, মিছিল হবে, তবে তা যেন কোনও অশান্তিকে ইন্ধন না জোগায়। মিছিলের জন্য নির্ধারিত রুট মেনে চলার কথাও বারবার বলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তা সত্ত্বেও রামনবমীর বিকেলে বড় রকমের অশান্তির সাাক্ষী থাকল হাওড়ার শিবপুর অঞ্চল। সেই অশান্তি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পেরেছে পুলিশ ? শিবপুরে হিংসার পর এবিপি আনন্দ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে ( Suman De ) দেওয়া এক্সক্লুসিভ টেলিফোনিক সাক্ষাৎকারে মুখ খুললেন মুখ্যমন্ত্রী।  

''ওরা ঢুকেছিল ইচ্ছে করে...যেখানে মাইনরিটিরা থাকে''


মুখ্যমন্ত্রী এদিন বলেন, বারবার তিনি সনির্বন্ধ অনুরোধ জানিয়েছিলেন শান্তিপূর্ণভাবে রামনবমীর মিছিল করার। সেই সঙ্গে চলছে রমজান মাসও। দুই-ই যাতে শান্তিতে পালিত হয়, তার জন্য আবেদন করেছিলেন তিনি। কিন্তু এর পিছনে বিজেপির ষড়যন্ত্র দেখছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, ' ধর্ম কখনও অশান্তিকে প্রশ্রয় দেয় না, ধর্ম শান্তির কথা বলে, কিন্তু বিজেপির এটা প্ল্যান ছিল, যেমন করে হোক দাঙ্গা লাগাবে। গতকাল বিজেপি দেশের প্রায় ১০০ টা জায়গায় করে। হাওড়ার ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক। আমরা বারবার বলে দিয়েছিলাম, ওই রুটে যেন মিছিল না ঢোকে। তাও ক্রিমিনালরা বন্দুক, পেট্রোল বোমা, বুলডোজার সহ আরও নানারকম জিনিস নিয়ে ওরা ঢুকেছিল ইচ্ছে করে। যেখানে মাইনরিটিরা থাকে , সেখানে গিয়ে হামলা করেছে। ' 


'ইচ্ছে করে ওই এলাকায় ঢুকেছিল আশান্তি পাকাতে


মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, গণ্ডগোলকারীরা ইচ্ছে করে ওই এলাকায় ঢুকেছিল আশান্তি পাকাতে। তিনি বলেন, ' ওরা ওখানে ঢুকেছে, হামলা করেছে, দোকান ভেঙেছে, রমজান মাসে যারা উপবাস করে থাকে, তাদের ওখানে শান্তির পরিবর্তে অশান্তি পাকিয়েছে।...ওখানে পুলিশের কিছুটা ব্যর্থতা আছেই, আমি স্বীকার করি। অ্যাকশন যা নেওয়ার নেবই। আপাতত আমার আবেদন, এটা হিন্দুরা করেনি। আমরা সবাই হিন্দু। এটা করেছে বিজেপির হিন্দু মহাসঙ্ঘ, বজরং দল কীসব আছে তাদের নামে। তারা সরাসরি আক্রমণ করেছে। ' 

'বন্দুক ছোড়া কোনও রাজনৈতিক দলের কাজ হতে পারে না'


মুখ্যমন্ত্রীর আশ্বাস, ওই ঘটনায় ইতিমধ্যেই অনেককে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী বললেন , ' বন্দুক ছোড়া কোনও রাজনৈতিক দলের কাজ হতে পারে না। ... মুসলিম ভাইরা শান্তিতে রমজান পালন করুন। শান্তি বজায় রাখা আমার দায়িত্ব'। তিনি আশ্বাস দেন, 'যাঁদের ঘরবাড়ি ভেঙেছে, দোকান ভেঙেছে, তাঁদের সবরকমভাবে আমি সাহায্য করব।' তাঁর হুঙ্কার, ' আমরা কেউ হাতে চুড়ি পরে বসে নেই, আমরা জানি এদের কীভাবে শায়েস্তা করতে হয়।' তিনি আশ্বাস দেন, যারা অস্ত্র নিয়ে গিয়েছে, বন্দুক নিয়ে গিয়েছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। 


মুখ্যমন্ত্রীর দাবি, এই পরিকল্পনা বিজেপির ১ মাস আগে থেকে ছিল। এর পরে তাঁরা দেশের মিডিয়ার কাছে উপস্থাপন করবে, মুসলিমরা আক্রমণ করেছেন। কিন্তু ওরা কিছু করেনি।  বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন,  এরপর নিজেরা দাঙ্গা লাগিয়ে তারপর নিজেরাই NIA পাঠাবে হয়তো।


মুখ্যমন্ত্রীর  দাবি, হাওড়ার রামনবমীর মিছিলে পুলিশ রুট বদলের অনুমতি দেয়নি বলে তাঁকে জানানো হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী স্বীকার করেন, 'পুলিশের উচিত ছিল ব্যারিকেড করে পুরো এলাকা আটকে রাখা, পুলিশের কিছুটা শৈথিল্য নিশ্চয় হয়েছে। পুলিশ কিছু ক্ষেত্রে নিশ্চয় ভয় পেয়েছে। এগুলো আমরা কিছুতেই বরদাস্ত করব না' 

রামনবমীর মিছিল ঘিরে হাওড়ার সংঘর্ষের ঘটনায় এবিপি আনন্দ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট  সুমন দে-কে দেওয়া মুখ্যমন্ত্রী এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় বারবার গণ্ডগোলগ্রস্ত এলাকার মানুষকে আশ্বস্ত করলেন অশান্তি যাঁরা বাঁধিয়েছে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে ও যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সরকারি সাহায্য করা হবে।