আশাবুল হোসেন, কলকাতা : নতুন নিয়োগ নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর ( Mamata Banerjee ) । বিধানসভায় ( West Bengal Assembly )  বৃহস্পতিবার নতুন নিয়োগ ( West Bengal Recruitment ) নিয়ে কথা বলতে গিয়ে মন্তব্য করেন, ‘যখনই নতুন লোকজন নিয়োগ করতে চাইছি, তখন কেউ কেউ আদালতে যাচ্ছে’।



রেশন ডিলারদের নয়া নিয়োগ নিয়ে প্রশ্ন


এদিন বিধানসভায় রেশন ডিলারদের নয়া নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। তখনই মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, যখনই রাজ্য কোনও নতুন পদে নিয়োগের কথা ভাবছে, তখনই কেউ না কেউ আদালতে চলে যাচ্ছে অভিযোগ নিয়ে আর আদালতও নিয়োগে ‘স্টে অর্ডার নিয়ে আসছে’। একথা বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

তিনি আরও বলেন, রাজ্যকে এই মামলাগুলিতে লড়তে হচ্ছে। তার ফলে ‘আদালতে লড়তে লড়তে সব টাকা চলে যাচ্ছে’। এরপর মুখ্যমন্ত্রী যে কথা বলেন, তা বিশেষ গুরুত্বপূর্ণ । তিনি বলেন, ‘আমি বিধানসভা মারফত আদালতকে অনুরোধ করব যাতে মানুষের সুবিধে হয় ... বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে’ । বৃহস্পতিবার বিধানসভায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।           


আরও পড়ুন :


' এই দেখুন মাথা ফুলিয়ে দিয়েছে', ককিয়ে উঠলেন অবসরপ্রাপ্ত সরকারিকর্মী

১০০ দিনের কাজের টাকা


বুধবার, মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, রাজ্যকে ১০০ দিনের কাজের টাকা দেওয়ার বিষয়ে, রাজ্যের পাশাপাশি বিরোধীরাও কেন্দ্রের কাছে দরবার করুন। বিধানসভায় এই আর্জি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কেন্দ্রকে বারবার অভিযোগ জানিয়ে চিঠি দেওয়ার জন্য, নাম না করে বিরোধী দলনেতাকেও নিশানা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, চাহিদা মতো সার ও ১০০ দিনের কাজের টাকা দেওয়ার বিষয়ে, রাজ্যের পাশাপাশি বিরোধীরাও কেন্দ্রের কাছে দরবার করুন। 


সেই সঙ্গে তিনি আরও বলেন, ' আমরাও অনেক দিন বিরোধী রাজনীতি করেছি। কিন্তু কোনওদিন উন্নয়নকে স্তব্ধ করিনি। লক্ষ্মীর ভাণ্ডার, পুরো রাজ্যের টাকা, তা নিয়েও চিঠি লিখেছে, যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা মিসইউজ করছে, কোথা থেকে এল? আর এরা হচ্ছে, শুধু বদনাম করতে পারে। ' 


আরও পড়ুন: Medinipur Weather: বাতাসে ঠান্ডার আমেজ, দিনভর রোদের দেখা মিলবে দুই মেদিনীপুরে