কলকাতা : বিরোধী নেত্রী হিসেবে তাঁর ক্ষোভের আঁচ পেয়েছে পূর্বতন বাম সরকার। বিধানসভা ভোটের আগে চাঁচাছোলা ভাষায় বিজেপির (BJP) দিল্লি-ব্রিগেডকে নিশানা করতে গিয়ে উগরে দিয়েছেন ক্ষোভ। রাজ্যে বিপুল জনাদেশ পেয়ে ক্ষমতায় আসার পরও ঘন ঘন প্রশাসনিক সভায় কাজের খতিয়ান নিতে গিয়ে কখনো প্রশংসা, তো কখনো 'তিরস্কার' করতে পিছপা হননি মুখ্যমন্ত্রী। তখনও তাঁর ক্ষোভের আঁচ পেয়েছেন প্রশাসনিক কর্তা-ব্যক্তি থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। তবে, এবার সেসব ছাপিয়ে ক্ষোভে মঞ্চে বক্তব্য রাখা-ই থামিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। হিঙ্গলগঞ্জের সভায় মঞ্চে শীতবস্ত্র না থাকায় তীব্র ক্ষোভপ্রকাশ করেন তিনি। ক্ষোভে ভাষণ থামিয়ে মঞ্চেই বসে পড়েন তিনি। জেলাশাসককে মঞ্চ থেকে কার্যত ভর্ত্‍‍সনা করেন। তাঁকে আক্ষেপ করে বলতে শোনা যায়, "সরকার ভুল করলে দায় নিতে হয় আমাকে। পুলিশ অন্যায় করলে দোষটা পড়ে আমার ঘাড়ে। যদি বিডিওরা কাজ না করে, আমাকে কড়া পদক্ষেপ করতে হবে।"


ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, থামল ভাষণ-


বনদেবীর পুজো উপলক্ষে আজ হিঙ্গলগঞ্জের সভামঞ্চ থেকে ১৫ হাজার শীতবস্ত্র বিলি করতে চেয়েছিলেন মমতা। কিন্তু, মঞ্চে সেগুলি দেখতে না পাওয়ায় যারপরনাই ক্ষুব্ধ হন তিনি। সভামঞ্চ থেকে প্রথমে তিনি উপস্থিত মানুষের উদ্দেশে বলেন, আমি ১৫ হাজার শীতবস্ত্র কিনে এনেছি। ৫ হাজার সোয়েটার, ৫ হাজার কম্বল আর ৫ হাজার চাদর। এটা যেন মানুষ ঠিকমতো পায়। যদি না পান, আমি নিজেও নজর রাখব।


এরপরই তিনি প্রশাসনিক কর্তা-ব্যক্তিদের উদ্দেশে জানতে চান, "কাকে দিয়েছেন, ওগুলো কোথায় রেখেছেন ! ১৫ হাজার কোথায় রেখেছেন ? এই কেন্দ্রের জন্য এগুলো আনা হয়েছে শুধুমাত্র। কোথায় সেটা পরিষ্কার কথা বলুন।" মঞ্চে উপস্থিত কোনও পদাধিকারী তাঁকে জানান, সেগুলি বিডিও অফিসে রাখা আছে। তখন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জানতে চান, "কেন বিডিও অফিসে থাকবে। বলুন, বিডিও-কে নিয়ে আসতে। আমি অপেক্ষা করব এখানে। জিনিস দিলে যদি ঠিকমতো না পৌঁছয় আমার খুব গায়ে জ্বালা করে। পুলিশ একটা অন্যায় করলে দোষটা পড়ে আমাদের ঘাড়ে। সরকার একটা ভুল করলে গালাগালি খাই আমি। অথচ আমি জানিই না। আমার কোনও দোষ নেই। কত কষ্ট করে তিন দিন ধরে, বনদেবীর পুজো উপলক্ষে এই কম্বল, চাদর ও সোয়েটারগুলো কিনে এনেছি। এসে দেখছি ভোভা ! নিয়ে এসো বলছি।"  


মঞ্চে উপস্থিত মুখ্যসচিব ও জেলাশাসকের সামনে তিনি বলেন, "আমি তো বলেছি। ডিরেক্ট দেব। কারও মাধ্যমে না। আমি তোমার (জেলাশাসক) কাছে এটা আশা করিনি। ওটাই দিতে এসেছিলাম। এটুকু প্রোগ্রামও যদি না করতে পারো, তাহলে আমার তো কোনও প্রয়োজন নেই। যদি বিডিও-আইসি-রা ঠিকমতো কাজ না করেন, জেলাশাসক ঠিকমতো দায়িত্ব পালন না করতে পারেন, তাহলে আমাকে ব্যবস্থা নিতে হবে।"


আরও পড়ুন ; 'যতক্ষণ না শীতবস্ত্র আসছে, আপনারাও বসুন আমিও বসলাম' সভা থামিয়ে মঞ্চেই অপেক্ষা মুখ্যমন্ত্রীর