কলকাতা: সুপ্রিম কোর্টে আজ I PAC তল্লাশি কাণ্ডে ED-র করা মামলার শুনানি। গতকাল কেন্দ্রীয় এজেন্সির আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে ED-র মামলার শুনানি মুলতুবি রাখেন বিচারপতি শুভ্রা ঘোষ। কয়লাপাচার মামলায় গত ৮ জানুয়ারি, আইপ্য়াকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের ফ্ল্য়াট ও সেক্টর ফাইভের অফিসে ED-র তল্লাশির ঘটনার জল গড়ায় দেশের সর্বোচ্চ আদালতে। সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে চাঞ্চল্য়কর অভিযোগ তোলে ED।

Continues below advertisement

কেন্দ্রীয় এজেন্সির পিটিশনে দাবি করা হয়, যেহেতু ED-র অফিসারদের বেআইনিভাবে আটক করে এবং মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে, অথবা বেআইনিভাবে আটকের ভয় দেখিয়ে চুরি সংগঠিত করা হয়েছিল, তাই অভিযুক্তরা BNS ২০২৩-এর ৩০৯ নম্বর ধারা অনুযায়ী ডাকাতির অপরাধও করেছে। সুপ্রিম কোর্টে ED-র পিটিশনে আরও দাবি করা হয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে আসা ব্যক্তির সংখ্যা ৫ জনের বেশি ছিল। যেহেতু তারা ডাকাতি করেছে এবং তাদের কাছে প্রাণঘাতী অস্ত্র ছিল, তাই তারা ভারতীয় ন্য়ায় সংহিতার ৩১০ ধারা অনুযায়ীও ডাকাতির অভিযোগে দোষী। এই ধারায় অনুযায়ী নির্ধারিত শাস্তি ৭ বছরের কম নয়।

পাশাপাশি সুপ্রিম কোর্টে দাখিল করা ED-র পিটিশনে আরও দাবি করা হয়, যে পুলিশ কর্তারা আবাসনে প্রবেশ করেছিলেন, তাদের কাছে পিস্তল ও রাইফেল-সহ আগ্নেয়াস্ত্র ছিল। মৃত্যু ঘটানোর প্রস্তুতি, আঘাত বা আটক করা অথবা মৃত্যু বা আঘাতের ভয় দেখানোর প্রস্তুতি নিয়েই চুরির মতো অপরাধ সংগঠিত করা হয়েছিল। ED-র তোলা এসব অভিযোগ নিয়েই শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।

Continues below advertisement

অন্যদিকে, বুধবার তৃণমূলের করা মামলায় নিষ্পত্তি হল হাইকোর্টে। এদিন মামলার শুনানিতে ED-র আইনজীবী বলেন, ৮ জানুয়ারির তল্লাশিতে তাদের তরফে কোনওকিছুই বাজেয়াপ্ত করা হয়নি। যা নেওয়ার তা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। তৃণমূলের আইনজীবী ED-র আইনজীবীর এই বক্তব্য রেকর্ড করার দাবি করেন। এরপরই তৃণমূলের করা মামলা নিষ্পত্তি করে দেন বিচারপতি। আজ সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি হবে।

কলকাতা হাইকোর্টে একটি মামলার নিষ্পত্তি। আরেকটির বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানি! আইপ্যাক-তল্লাশিকাণ্ডে হাইকোর্টে ইডি ও তৃণমূলের করা জোড়া মামলার বুধবারের স্কোরবোর্ড এটাই! একদিকে ED-র তল্লাশিতে বাজেয়াপ্ত নথি-ইলেকট্রনিক ডিভাইস সংরক্ষণের দাবিতে করা তৃণমূলের মামলার নিষ্পত্তি করে দিল কলকাতা হাইকোর্ট। অন্যদিকে, ED-র মামলার শুনানি মুলতুবি রাখল হাইকোর্ট।বৃহস্পতিবার, অর্থাৎ আজ, মামলা শুনবে সুপ্রিম কোর্ট