অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: দক্ষিণ কলকাতার (South Kolkata) জল সমস্যা (Water Problem) মেটাতে গার্ডেনরিচে চালু হল আরও একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (Water Treatment Plant)। সেইসঙ্গে আলিপুর (Alipore) বডিগার্ড লাইন্সে নিকাশি সমস্যা দূর করতে চালু হল ড্রেনেজ পাম্পিং স্টেশন। নবান্ন (Nabanna) থেকে ভার্চুয়ালে দুই প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। 


দক্ষিণ কলকাতার দু’প্রান্তে দু’রকমের জল সমস্যা মেটাতে দুটি প্রকল্পের সূচনা হল বৃহস্পতিবার। পরিশ্রুত পানীয় জলের সমস্যা মেটাতে গার্ডেনরিচে চালু হল আরও একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট।  অন্যদিকে, একটু বেশি বৃষ্টি হলেই নৌকা নামাতে হয় যে আলিপুর বডিগার্ড লাইন্সে, সেখানে চালু হল ড্রেনেজ পাম্পিং স্টেশন।                                 


অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে দ্রুত জল পরিশোধনের জন্য   গার্ডেনরিচে ৮৮ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে ২৫ মিলিয়ন গ্যালন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। আলিপুর বডিগার্ড লাইন্সে নিকাশির জন্য ৪০ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে ড্রেনেজ পাম্পিং স্টেশন। এদিন নবান্ন থেকে ভার্চুয়ালে দুই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।                    


আরও পড়ুন, প্রেমের টানে ঘরছাড়া! টোটোচালকদের সঙ্গে বাড়ি ছাড়লেন একই পরিবারের ২ গৃহবধূ


মুখ্যমন্ত্রীর বক্তব্য


মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ববি নিজের কেন্দ্রে অনেক বেশি খরচ করেছিস। তা ভাল, অনেক মানুষের উপকার হবে। আমার কেন্দ্রটাও দেখিস। একবালপুরে জল জমলে কিন্তু আমি তোকে ধরব।" গার্ডেনরিচে আগে ১৮৫ মিলিয়ন গ্যালন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ছিল। এখন তা বেড়ে হল ২১০ মিলিয়ন গ্যালন। 


কলকাতা পুরসভা সূত্রে খবর, গঙ্গা থেকে জল এনে পরিশোধন করে পাম্পের মাধ্যমে তা বেহালা, টালিগঞ্জ, কালীঘাট, ভবানীপুর, ঢাকুরিয়ার মতো দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে সরবরাহ করা হবে। মেয়র ফিরহাদ হাকিম বলেন, "এর ফলে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবেন।" 


অন্যদিকে, আলিপুর বডিগার্ড লাইন্সে ড্রেনেজ পাম্পিং স্টেশন চালু হওয়ায় খুশি সেখানকার আবাসিকরা। আগে এখানে জল জমলেই নৌকা নামত। নতুন পাম্পিং স্টেশনের পর আর তা হবে না বলে আশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্ল্যাকার্ড হাতে উপস্থিত হন অনেকে।