Mamata Banerjee Dharna Live: 'আমরা খুব ভদ্র, মানবিক, কিন্তু আমাদের চমকালে, আমরা গর্জাই'

TMC: রেড রোডে পর্দাঘেরা ধর্নামঞ্চে রাত কাটালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ABP Ananda Last Updated: 30 Mar 2023 08:06 PM
Mamata Banerjee Live: 'আমরা খুব ভদ্র, মানবিক, কিন্তু আমাদের চমকালে, আমরা গর্জাই'

'আমরা খুব ভদ্র, মানবিক, কিন্তু আমাদের চমকালে, আমরা গর্জাই। আমরা যোগ্য় জবাব দিতে জানি, রেড রোডের ধর্নায় হুঙ্কার মমতার। আমরা সবাইকে নিয়েই চলি, আমরা তো কাউকে অপমান করি না।'

Mamata Banerjee: 'বাংলার স্বার্থে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, বারবার কাগজ দিয়েছি'

'বাংলার স্বার্থে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, বারবার কাগজ দিয়েছি। কতবার যাব? আমরা কি আপনাদের চাকর, নাকি দাস? ১০০ দিনের কাজ করিয়ে টাকা দিল না। ৭ দিনের মধ্য়ে টাকা দেওয়া বাধ্য়তামূলক, তাও দিল না।'

Mamata Banerjee Live: 'বিদেশেও বাংলায় গণহত্য়া হয়েছে বলে ৫ জনকে দাঁড় করিয়ে দিয়েছে'

'আজকেও হাওড়ায় অশান্তি করেছে, আমি বারবার বলেছি। বারবার বারণ করেছিলাম, দিল্লিতে তো একটা পোস্টারও মারতে দেয় না। বিদেশেও বাংলায় গণহত্য়া হয়েছে বলে ৫ জনকে দাঁড় করিয়ে দিয়েছে।'

Mamata Banerjee: 'ইডি-সিবিআই দিয়ে সবাইকে ভয় দেখায় বিজেপি'

'কথা না শুনলেই ইডি-সিবিআই দিয়ে সবাইকে ভয় দেখায় বিজেপি। কিছু হলেই এজেন্সি থেকে ক্য়াগ, সব পাঠিয়ে দেয়। সব কিছু আমি আগে জানতে পারি।'

Mamata Banerjee Live: এখনও ২৩ লক্ষ ছেলে-মেয়ের স্কলারশিপ দেয়নি কেন্দ্র : মমতা

'এখনও ২৩ লক্ষ ছেলে-মেয়ের স্কলারশিপ দেয়নি কেন্দ্র। মেধাশ্রী স্কিম আমরা চালু করেছি। দেড় বছরে ১৬০ কেন্দ্রীয় দল এসেছে, কিছু পায়নি। ৫২ কোটি টাকার বিজেপির ওভার ড্রাফট বাংলায়।'

Mamata Banerjee: 'যাঁরা আন্দোলনে বসেছেন তাঁদের বেশিরভাগ চিরকুটে চাকরি'

'যাঁরা আন্দোলনে বসেছেন তাঁদের বেশিরভাগ চিরকুটে চাকরি। বেতন নিচ্ছে, পেনশন নিচ্ছে, আরও চাই। জনগণের টাকা নিয়ে পেনডাউন হচ্ছে।'

Mamata Banerjee Live: 'বিজেপি আর সিপিএম, বাম-রাম এক হয়ে গেছে'

'বিজেপি আর সিপিএম, বাম-রাম এক হয়ে গেছে। সব চাকরি চিরকুটে হয়েছে। সব ফাইল খুঁজে বার করতে বলেছি।'

Mamata Banerjee: মানুষকে কাজ করিয়ে নিয়ে তাদের ৭ হাজার কোটি টাকা দেওয়া হয়নি : মমতা

'এখনও ২৩ লক্ষ ছেলে-মেয়ের স্কলারশিপ দেয়নি কেন্দ্র। মেধাশ্রী স্কিম আমরা চালু করেছি।'

Mamata Banerjee Live: মানুষকে কাজ করিয়ে নিয়ে তাদের ৭ হাজার কোটি টাকা দেওয়া হয়নি : মমতা

'বাংলা ১০০ দিনের কাজে পাঁচবার প্রথম হওয়ার পরেও সব টাকা বন্ধ। মানুষকে কাজ করিয়ে নিয়ে তাদের ৭ হাজার কোটি টাকা দেওয়া হয়নি। নির্বাচনের সময় এসে বড় বড় কথা। গ্রামের সড়ক যোজনায় চারবার প্রথম হওয়ার পর টাকা বন্ধ। বাংলা আবাস যোজনায় অনুমোদন হয়ে যাওয়ার পরেও টাকা দেয়নি।'

Mamata Banerjee: বিজেপিশাসিত রাজ্য ছাড়া অন্যত্র অনেক স্কিম বন্ধ হয়ে গেছে: মমতা

'বিজেপিশাসিত রাজ্য ছাড়া অন্যত্র অনেক স্কিম বন্ধ হয়ে গেছে। সবথেকে বেশি স্কিম বন্ধ হয়েছে এই রাজ্যে। পশ্চিমবঙ্গে ৬৩টি স্কিম বন্ধ হয়ে গেছে সবাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত আর বিজেপি শুধু সৎ। সবাই দেশবিরোধী শুধু বিজেপি দেশপ্রেমিক', তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

Mamata Banerjee Live: রাজ্যের প্রাপ্য কেন্দ্র দিচ্ছে না: মমতা

'রাজ্যের প্রাপ্য টাকা জিএসটি-র মাধ্যমে কেন্দ্র তুলে নিয়ে যাচ্ছে। রাজ্যের প্রাপ্য কেন্দ্র দিচ্ছে না। আমি নিজে তিনবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবেদন জানিয়েছি। আমাদের সাংসদরা গিয়ে প্রধানমন্ত্রীকে জানিয়েছে', বললেন মমতা। 

Mamata Banerjee Live: বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রীর

ডিএ মঞ্চে চোর-ডাকাতরা বসে আছে, বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রীর।

Mamata Banerjee: মমতা ধর্নামঞ্চ থেকে অদূরেই বকেয়া ডিএ-এর দাবিতে মিছিল


বকেয়া ডিএ-এর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের জোড়া মিছিল। ২ টি মিছিলের জেরে কার্যত অবরুদ্ধ ধর্মতলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের 'চোর-ডাকাত' মন্তব্যের পাল্টা স্লোগান আন্দোলনকারীদের। আগেরদিন ধর্না মঞ্চ থেকে ডিএ আন্দোলনকারীদের নিশানা করেছিলেন মমতা।

Mamata Banerjee Live: ধর্নামঞ্চে মমতা, সঙ্গী তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী

মমতার লেখা গান, কবীর সুমনের দেওয়া সুর। সেই গানই চলছে মমতার ধর্না মঞ্চে।

Mamata Banerjee: আজ কি কিছু বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? তাকিয়ে রাজনৈতিক মহল

সন্ধে পর্যন্ত ধর্নায় থাকবেন মমতা। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে চলছে এই ধর্না।

Mamata Banerjee Live: অম্বেডকর মূর্তির নীচে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়

অম্বেডকর মূর্তির নীচে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। গানে গানে প্রতিবাদ। মমতার সঙ্গী একাধিক তৃণমূল নেতা-কর্মী।

Mamata Banerjee: আজ সন্ধে ৬টা পর্যন্ত ধর্না চলবে

ধর্নামঞ্চে উপস্থিত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, ইন্দ্রনীল সেন, বীরবাহা হাঁসদা। পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা গণতন্ত্রের কণ্ঠরোধ ও কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বিরোধীদের হেনস্থার অভিযোগে গতকাল বেলা ১২টা থেকে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী। আজ সন্ধে ৬টা পর্যন্ত ধর্না চলবে। 

Mamata Banerjee Live: ধর্নামঞ্চে শুরু হয় গান, মাইক হাতে যোগ দেন মমতাও

রেড রোডে পর্দাঘেরা ধর্নামঞ্চে রাত কাটালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গী দোলা সেন। রাতভর ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সকালে পর্দা ওঠার পর ধর্নামঞ্চে শুরু হয় গান। মাইক হাতে যোগ দেন মমতাও। মঞ্চে গিটার বাজিয়ে গান গাওয়া দলের তরুণ প্রজন্মকে শোনান নিজের ছাত্র জীবনের গল্প।

Mamata Banerjee: গতকাল ডিএ আন্দোলনকারীদের তোপ

ডিএ মঞ্চে চোর-ডাকাতরা বসে আছে, বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের বেনজির আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee Live: ধর্নামঞ্চে গান গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ধর্নামঞ্চে গান গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গী দোলা সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা।

Mamata Banerjee: গতকাল বেলা ১২টা থেকে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী, আজ সন্ধে ৬টা পর্যন্ত ধর্না চলবে

রেড রোডে পর্দাঘেরা ধর্নামঞ্চে রাত কাটালেন মমতা বন্দ্যোপাধ্যায়।সঙ্গী দোলা সেন। রাতভর ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা গণতন্ত্রের কণ্ঠরোধ ও কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বিরোধীদের হেনস্থার অভিযোগে গতকাল বেলা ১২টা থেকে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী। আজ সন্ধে ৬টা পর্যন্ত ধর্না চলবে। 

প্রেক্ষাপট

কলকাতা : রেড রোডে পর্দাঘেরা ধর্নামঞ্চে রাত কাটালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গী দোলা সেন। রাতভর ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা গণতন্ত্রের কণ্ঠরোধ ও কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বিরোধীদের হেনস্থার অভিযোগে গতকাল বেলা ১২টা থেকে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। আজ সন্ধে ৬টা পর্যন্ত ধর্না চলবে। 


বুধবার কলকাতার প্রাণকেন্দ্রজুড়ে একের পর এক হাইভোল্টেজ কর্মসূচি ছিল। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে অম্বেডকর মূর্তির সামনে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ( Mamata Banerjee ) । বকেয়া ডিএ-র ( DA ) দাবিতে শহিদ মিনার চত্বরে সরকারি কর্মীদের আন্দোলন ( DA Agitation ) পা দেবে ৬২ দিনে। আর সেখান থেকে মাত্র ১০০ মিটার দূরে তৃণমূলের ছাত্র-যুবদের সমাবেশ। যেখানে প্রধান বক্তা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.