Mamata Banerjee Dharna Live: 'আমরা খুব ভদ্র, মানবিক, কিন্তু আমাদের চমকালে, আমরা গর্জাই'

TMC: রেড রোডে পর্দাঘেরা ধর্নামঞ্চে রাত কাটালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ABP Ananda Last Updated: 30 Mar 2023 08:06 PM

প্রেক্ষাপট

কলকাতা : রেড রোডে পর্দাঘেরা ধর্নামঞ্চে রাত কাটালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গী দোলা সেন। রাতভর ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা গণতন্ত্রের কণ্ঠরোধ...More

Mamata Banerjee Live: 'আমরা খুব ভদ্র, মানবিক, কিন্তু আমাদের চমকালে, আমরা গর্জাই'

'আমরা খুব ভদ্র, মানবিক, কিন্তু আমাদের চমকালে, আমরা গর্জাই। আমরা যোগ্য় জবাব দিতে জানি, রেড রোডের ধর্নায় হুঙ্কার মমতার। আমরা সবাইকে নিয়েই চলি, আমরা তো কাউকে অপমান করি না।'