কলকাতা: অনশনের ১৭দিন। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফের জুনিয়র ডাক্তারদের বৈঠক হয়। অনশনে অনড় থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। নবান্নের এই বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিবও। ছিলেন কলকাতা মেডিক্যাল ও আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ, এসএসকেএম হাসপাতালের সুপারও । সেই বৈঠকে ফের উঠল স্বাস্থ্য সচিবকে অপসারণ প্রসঙ্গও। 



হাওড়া জেলা হাসপাতালের চিকিৎসক অগ্নিবীণ কুণ্ডু এদিন দাবিদাওয়ার পাশাপাশি প্রসঙ্গ তোলেন স্বাস্থ্য সচিবের অপসারণ প্রসঙ্গ। এই প্রসঙ্গ উঠতেই 'মুখ খোলেন' মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, 'আমি ভাবছিলাম তোমাদের কথা আগে শুনে পরে আমার বক্তব্য রাখব। কিন্তু একটা মানুষকে অভিযুক্ত প্রমাণ করার আগে তাঁকে অভিযুক্ত বলা যায় না। আমি একদমই লিগাল পয়েন্ট থেকে বলছি। অভিযোগ করতেই পারো। কিন্তু আদৌ সে অভিযুক্ত কি না সেটা কিন্তু কোনও অভিযোগ পাওয়া যায়নি।'


এরপর অবশ্য চিকিৎসক অগ্নিবীণ বলেন, 'আমরা কাগজপত্র এনেছি কেন অভিযোগ করা হচ্ছে তা নিয়ে'। মমতার জবাব, 'তুমি আনতেই পারো। কিন্তু আমাকেও দেখতে হবে সেগুলি আদৌ কতটা ঠিক।' 


তবে স্বাস্থ্যসচিবকে 'অভিযুক্ত' বলা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যর প্রেক্ষিতে পাল্টা মন্তব্য করেন নবান্নের বৈঠকে উপস্থিত এক জুনিয়র চিকিৎসক। ওই মহিলা চিকিৎসক বলেন, 'কোনও ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তাঁকে আমরা অভিযুক্ত বলব। যদি সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তখন তাঁকে দোষী বলব। সুতরাং যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাঁকে অভিযুক্ত বলে উল্লেখ করা ব্যাকরণগত এবং আইনতভাবে ভুল বলে আমাদের মনে হয় না।' 


যদিও মমতার দাবি, 'এভাবে অভিযুক্ত বলা যায় না'। 


কিছু দিন আগে স্বাস্থ্যসচিবকে অপসারণ করা হবে না। শনিবার জুনিয়র চিকিৎসকদের জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, যদি আমাদের কাছে দুর্নীতির কোনও নির্দিষ্ট অভিযোগ আসে, আমরা নিশ্চয়ই তদন্ত করব।


স্বাস্থ্যসচিবকে সরানোর দাবিতে মুখ্যমন্ত্রীকে ইমেল পাঠাল সিনিয়র চিকিৎসকদের সংগঠনগুলির যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। ইমেলে লেখা হয়েছিল, স্বাস্থ্য দফতরের সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিক স্বাস্থ্য সচিব। বিভিন্ন চিকিৎসক সংগঠন প্রতিটা বিষয় যথাসময়ে তাঁর গোচরে এনেছিল। বহু তথ্য RTI করে পাওয়া গেছে। কিন্তু দুর্বোধ্য কারণে তিনি নীরব থেকেছেন। যদি তিনি দায়বদ্ধ না থাকেন, তাহলে দায়ী কে? তিনি বলুন প্রকাশ্যে। আমাদের বোধের বাইরে, যে কেন আপনি স্বাস্থ্যসচিবের অপসারণের প্রশ্নে অনড় এবং অনমনীয়? 


তবে শনিবার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে ফোনো কথোপকথনেই মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন, স্বাস্থ্যসচিবকে অপসারণ করা হবে না। 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে