কলকাতা: কলকাতার বাবুঘাটে শুরু হল বহু প্রতীক্ষীত গঙ্গা আরতি। উত্তরপ্রদেশের কাশীর অনুকরণে কলকাতাতেও গঙ্গা আরতির সূচনা হল। এ দিন বাবুঘাটে গঙ্গা আরতির (Ganga Aarti) উদ্বোধনে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, কাশীতে গঙ্গা আরতি দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি। সেই রীতি বাংলাতেও চালু করার কথা মাথায় আসে। সেই মতো নির্দেশ দিয়েছিলেন কলকাতা পৌরসভাকে। তার বাস্তবায়ন হওয়ায় এখন কলকাতায় বসেই গঙ্গা আরতির সাক্ষী থাকতে পারবেন সাধারণ মানুষ।


গঙ্গা আরতির উদ্বোধনে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


আরও পড়ুন: Mamata Banerjee: জোট হবে মানুষের সঙ্গে, '২৪-এ কারও হাত ধরবে না তৃণমূল, জানিয়ে দিলেন মমতা


এ দিন বাবুঘাটে গঙ্গা আরতির উদ্বোধন করেন মমতা। নিজেহাতে আরতি করেন তিনি। বাজান শাঁখও। গঙ্গা আরতির জন্য তৈরি হয়েছে মা গঙ্গার অস্থায়ী মন্দির। বসেছে মূর্তি। আরতি শুরুর আগে সেখানে পুজোও দেন মমতা। গঙ্গার উপর এ দিন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। তার পরই আরতি এবং বন্দনার উদ্বোধন করেন মমতা। উপস্থিত ছিলেন শহর কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও।


কলকাতা পৌরসভার উদ্য়োগে এই আরতি চলবে সারা বছর ধরেই। এ দিন গঙ্গা আরতি করেন ১১ জন পুরোহিত। গঙ্গা আরতির শোভা দেখতে আসবেন যে সমস্ত মানুষ, তাঁদের জন্য গঙ্গার দুই পাড়ে আলোর খেলা দেখারও বিশেষ ব্যবস্থা রয়েছে। আরতি করার জন্য বসানো হয়েছে অস্থায়ী মঞ্চ। সেখান থেকেই এদিন পুরোহিতরা গঙ্গা আরতি করেন। 


গঙ্গা আরতির জন্য তৈরি হয়েছে মা গঙ্গার অস্থায়ী মন্দির


এ দিন মমতা জানান, শীতকালে সন্ধে ৬টায় গঙ্গা আরতি হবে, গরমকালে হবে সন্ধে ৭টায়। বিসর্জনের সময় কয়েকটা দিন গঙ্গা আরতি বন্ধ থাকবে।


উত্তরপ্রদেশের বারাণসীর দশাশ্বমেধ ঘাটের গঙ্গারতির দেশজোড়া নাম রয়েছে। প্রতিদিন শয়ে শয়ে মানুষ সেই আরতি দেখেন। সম্প্রতি সেই ধাঁচে কলকাতাতেও গঙ্গার ঘাটে আরতির কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। তাঁকে বলতে শোনা গিয়েছিল, "আমি চাই গঙ্গা আরতির একটা জায়গা আমাদের হোক। বিভিন্ন জায়গায়, যেমন উত্তপ্রদেশে গঙ্গা আরতি হয়।"


এই গঙ্গা আরতি নিয়েও যদিও রাজনৈতিক তরজার সাক্ষী থেকেছে বাংলা। উত্তরপ্রদেশকে অনুকরণ করায় রাজ্যকে কটাক্ষ করেন বঙ্গ বিজেপি-র নেতৃত্ব। এমনকি বিজেপি-র গঙ্গা-আরতি ঘিরে বাবুঘাটে ধুন্ধুমার পরিস্থিতিও তৈরি হয়। তাতে গ্রেফতারও হন বিজেপি-র নেতা সজল ঘোষ। আবার পুলিশকে কার্যত ফাঁকি দিয়ে, গঙ্গা-আরতি করেন বঙ্গ বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার।