কলকাতা: এগিয়ে আসছে পরবর্তী লোকসভা নির্বাচন। অথচ এখনও পর্যন্ত বিশ বাঁও জলে বিরোধী জোট। নেতৃত্বের প্রশ্নে বার বার গোঁত্তা খাচ্ছে বিজেপি বিরোধী ঐক্য। সেই আবহে মুখ খুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে কারও সঙ্গে জোট গড়বে না তৃণমূল। তৃণমূলের জোট হবে মানুষের সঙ্গে।


বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানেই ২০২৪-এর লোকসভা নির্বাচন নিয়ে মুখ খোলেন তিনি। মমতা বলেন, "২০২৪-এ কারও সঙ্গে যাব না। মানুষের সঙ্গে হবে তৃণমূলের জোট। মানুষের সমর্থনে লড়ব আমরা। বিশ্বাস করি, যাঁরা বিজেপি-কে হারাতে চান, তাঁরা আমাদের ভোট দেবেন।" তিন রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন মমতার এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ মমতা জানিয়েছেন, কংগ্রেস বা সিপিএম-কারও কথআ শোনার প্রয়োজন নেই তৃণমূলের।


এ দিনই সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। তাতে তৃণমূলকে হারিয়ে জয়লাভ করেছে বাম-কংগ্রেস জোট। তৃণমূলের বিরুদ্ধে বাম-কংগ্রেসের এই জোটে সমর্থন জানাতে দেখা গিয়েছে বিজেপি-কেও। তাতে দিন বাম-কংগ্রেস জোটকে 'অনৈতিক' বলে উল্লেখ করেন মমতা। বিজেপি, সিপিএম এবং কংগ্রেস পরস্পরের মধ্যে ভোট হস্তান্তরিত করছে বলে অভিযোগ করেন তিনি। প্রশ্ন তোলেন, বিজেপি-র থেকে সাহায্য় নিয়ে নিজেদের বিরোধী বলা যায় কি!


এর পরই পরিষ্কার ভাষায় মমতা জানিয়ে দেন, "এর পর আর কংগ্রেস অথবা সিপিএম-এর কথা শোনার প্রয়োজন নেই। যারা বিজেপি-র সঙ্গে রয়েছে, তাদের সঙ্গে কোনও ভাবেই হাত মেলাবে না তৃণমূল। একটা নির্বাচন হয়ত জিতেছে, কিন্তু ওদের নৈতিক হার হয়েছে।" লোকসমাজে রাখঢাক করলেও আসলে বিষয়টি জলের মতো পরিষ্কার বলে দাবি করেন মমতা। তিনি বলেন, "মজার কথা হল, এত চুপিচুপি কী করার আছে! কংগ্রেস নেতাকে অভিনন্দন যে উনি ইতিমধ্যেই বিষয়টি স্বীকার করেছেন। মেনেছেন যে, বিজেপি, সিপিএম সাহায্য করছেন তাঁদের। সত্য বলার জন্য ধন্যবাদ। আমরা তো বলেই আসছি, এটা অনৈতিক জোট। বিজেপি-র সাহায্য় নিয়ে মমতাকে হারালে, নিজেদের বিরোধী বলেন কী করে!"


এর একদিন আগেই বিরোধী জোট নিয়ে শরিক দলগুলিকে বার্তা দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। জানিয়েছিলেন, জোটের নেতৃত্ব নয়, বিরোধী ঐক্যেই আগ্রহী তাঁরা। খড়্গের বক্তব্য় ছিল,  "প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করছি না আমরা। কে নেতৃত্ব দেবেন, তারও ঘোষণা করছি না। আমরা শুধু একজোটে লড়াই করতে চাই। বিভাজনকারী শক্তির বিরুদ্ধে সমমনস্ক সব দলকে এগিয়ে আসতে হবে। ২০২৪ সালের নির্বাচনের আগে জোটের হাত মজবুত করতে হবে আমাদের।"


২০১৪ হোক বা ২০১৯, আগের লোকসভা নির্বাচনে বিরোধী জোটের নেতৃত্বের প্রশ্নে বরাবর নিজেদের এগিয়ে রেখেছিল কংগ্রেস। কিন্তু বিগত কয়েক বছরে একাধিক রাজ্যে রাশ যত আলগা হয়েছে কংগ্রেসের, ততই তাদের নেতৃত্বদানের ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধী জোটের অন্দর থেকেও প্রশ্ন ছুড়ে দিয়েছেন অনেকে। বরং কংগ্রেসের প্রতিযোগী হিসেবে নিজেদের তুলে ধরেছে তৃণমূল, আম আদমি পার্টি, ভারত রাষ্ট্র সমিতির মতো দল। তাতেই  কংগ্রেসের তরফে নেতৃত্ব নিয়ে রাশ আলগা করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। কিন্তু এ দিন মমতা সাফ জানিয়ে দিলেন, ২০২৪-ের লোকসভা নির্বাচনে কারও সঙ্গে জোট গড়বে না তাঁর দল।